Advertisement

East Bengal Transfer: ডিমানটাকোসকে সই করাতে পারল না ইস্টবেঙ্গল, তালাল আসছেন ফাইনাল

দিমিত্রিয়াস ডিমানটাকোসকে (Dimitrios Diamantakos) পেল না ইস্টবেঙ্গল (East Bengal)। তাঁর জায়গায় পঞ্জাব এফসি (Punjab FC) থেকে মাদিয়া তালালকে (Madih Talal) দুই বছরের জন্য সই করাল লাল-হলুদ। অনেকদিন ধরেই কথা চলছিল দুই ফুটবলারের সঙ্গে। আর এবার পঞ্জাব ফুটবলারকে পরের মরসুমের জন্য সই করিয়ে চমক দিলেন কার্লেস কুয়াদ্রাতরা।

মাদিয়া তালাল ও ডিমান্টাকোস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2024,
  • अपडेटेड 2:21 PM IST
  • দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে তালাল
  • শক্তিশালি দল গড়ার প্রতিশ্রুতি ইস্টবেঙ্গলের

দিমিত্রিয়াস ডিমানটাকোসকে (Dimitrios Diamantakos) পেল না ইস্টবেঙ্গল (East Bengal)। তাঁর জায়গায় পঞ্জাব এফসি (Punjab FC) থেকে মাদিয়া তালালকে (Madih Talal) দুই বছরের জন্য সই করাল লাল-হলুদ। অনেকদিন ধরেই কথা চলছিল দুই ফুটবলারের সঙ্গে। আর এবার পঞ্জাব ফুটবলারকে পরের মরসুমের জন্য সই করিয়ে চমক দিলেন কার্লেস কুয়াদ্রাতরা।

কেন নেওয়া গেল না ডিমানটাকোসকে? 
কিছুদিন আগে শোনা গিয়েছিল,  দিমিত্রিয়াস ডিমানটাকোসক বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল। তবে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন নজরে থাকলেও চাহিদা বেশি হওয়ায় তাঁকে দলে নেওয়ার জন্য ঝাপাচ্ছে না ইস্টবেঙ্গল।  তবে পঞ্জাব এফসির ফরাসি স্ট্রাইকার মাদিয়া তালালকে যে দলে নেওয়ার পথে অনেকটাই এগিয়েছে তা মেনে নিয়েছেন। এ মরসুমে প্লে অফে যাওয়ার লড়াই কঠিন হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। লাল-হলুদের লক্ষ্য পরের মরসুমে ভাল দল গড়া। যাতে এএফসি কাপে ভাল পারফর্ম করতে পারে তারা। ইস্টবেঙ্গলের সমর্থকরা সুপার কাপ জেতার পর উচ্ছ্বাসে ভেসেছিলেন। আর পরের মরসুমে কুয়াদ্রাতের হাত ধরেই আইএসএল জিততে চাইছে লাল-হলুদ।   

রবিনহোকে সই করানোর চেষ্টায় ইস্টবেঙ্গল
লাল-হলুদের লক্ষ্য এবার বাংলাদেশের বসুন্ধরা কিংসের ফুটবলার রবিনহো। রবিনহোর (Robinho) খেলা দেখতে প্রাক্তন ফুটবলার আলভিটো ডি কুনহাকে পাঠাচ্ছে বলে সূত্রের খবর। তিনি আবাহনী ক্রীড়াচক্র বনাম বসুন্ধরা কিংসের খেলা দেখছেন।  সেই ম্যাচে রবিনহোর পারফরম্যান্স দেখার পাশাপাশি প্রাথমিক প্রস্তাব আলভিটো দিয়ে আসবেন বলে জানা গিয়েছে।   
 
 কোচ কার্লেস কুয়াদ্রাত ভারতীয় ফুটবলারদের সই করানোর পক্ষে সওয়াল করেছেন। সেই মতোই মহমেডান স্পোর্টিং থেকে ডেভিডকে তুলে নেওয়া কার্যত পাকা করার পরে আইজল এফসির লালরিনজুয়ালাকে দলে নেওয়ার ব্যাপারে ঝাঁপাল ইস্টবেঙ্গল।  আই লিগে সর্বোচ্চ গোলদাতা  এই তরুন উইঙ্গার। নর্থ ইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসিও লালরিনজুয়ালাকে দলে নিতে চাইছে। 

Advertisement

সবমিলিয়ে পরের মরসুমে শক্তিশালি দল গড়ার দিকেই এগোচ্ছে ইস্টবেঙ্গল। এই মরসুমেও প্লে অফে যাওয়ার আশা এখনও শেষ হয়ে যায়নি ইস্টবেঙ্গলের। তাদের বাকি দুই ম্যাচ জিততেই হবে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement