Advertisement

East Bengal Transfer Update: আপুইয়াকে তোলার পথে ইস্টবেঙ্গল, লাল-হলুদ কর্তাদের একটি অশ্বাসেই কাজ

আপুইয়াকে (Apuia) বড় অঙ্কের প্রস্তাব দিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এমনটাই সূত্রের খবর। রবিবার এই অফার পেয়েছেন মুম্বই সিটি এফসি (Mumbai City FC) মিডফিল্ডার। প্রাথমিকভাবে এই ফুটবলারকে নিতে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) উৎসাহী হলেও, প্লেইং টাইম বেশি চাওয়ায় আপুইয়াকে নিয়ে খুব বেশি কথা এগোয়নি মোহনবাগান। 

আপুইয়া ও ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 May 2024,
  • अपडेटेड 2:32 PM IST

আপুইয়াকে (Apuia) বড় অঙ্কের প্রস্তাব দিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এমনটাই সূত্রের খবর। রবিবার এই অফার পেয়েছেন মুম্বই সিটি এফসি (Mumbai City FC) মিডফিল্ডার। প্রাথমিকভাবে এই ফুটবলারকে নিতে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) উৎসাহী হলেও, প্লেইং টাইম বেশি চাওয়ায় আপুইয়াকে নিয়ে খুব বেশি কথা এগোয়নি মোহনবাগান। 

কারণ, তাদের দলে অভিষেক সূর্যবংশী, দীপক টাংরিরা রয়েছেন। গ্লেন মার্টিন্স চলে গেলেও তাই সমস্যা হবে না। তবুও পরের মরসুমে অনেক ম্যাচ খেলতে হবে। তাই এই জায়গাটা আরও শক্তিশালি করতে চেয়েছিলেন হাবাস। তবে এই দুই তারকার মাঝে আপুইয়ার মত তরুণ ফুটবলারকে বসেই থাকতে হত। আর সেটাই চাইছিলেন না আপুইয়া। সেই কারণেই মোহনবাগান আগেই বাদ হয়ে যায়। প্রস্তাব দিয়েছিল মুম্বই সিটি এফসিও। তবে রবিবার রেকর্ড অঙ্কের প্রস্তাব দেওয়ায়, আপুইয়াকে সই করানোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল লাল-হলুদ। 

ইস্টবেঙ্গল কর্তাদের সামনেও একই প্রশ্ন ছুড়ে দিয়েছেন আপুইয়া। তবে লাল-হলুদ কর্তারা আপুইয়াকে বোঝাতে পেরেছেন, লাল-হলুদে সই করলে তিনি আরও বেশি প্লেইং টাইম পাবেন। ফলে ডিলটা অনেকটাই ইস্টবেঙ্গলের দিকে ঝুকে পড়ল তা বলা যায়। নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে আইএসএল-এ অভিষেক হয় আপুইয়ার। সেখান থেকে মুম্বই সিটি এফসিতে আসেন তিনি। এর মধ্যেই আপুইয়া জায়গা করে নিয়েছেন ভারতীয় দলেও। ১৩টা ম্যাচ খেলেছেন ইগর স্টম্যাচের কোচিং-এ। সেন্ট্রাল মিডফিল্ড ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন তিনি। ফলে এতে দারুণ সুবিধা হবে লাল-হলুদ ক্লাবের।   

ইমামির সঙ্গে বৈঠকের পর ক্লাব কর্তা দেবব্রত সরকার জানান, আমরা ভাল দল করার বিষয়ে আশাবাদী। কোচের সঙ্গে আলোচনা করেই আমরা দল করছি। ওনার পছন্দের বিদেশির সঙ্গেই কথা বলা হচ্ছে। আমরা একজোট হয়ে এগোচ্ছি। জোরকদমে কাজ চলছে। অধিকাংশ দলই ঠিক হয়ে গিয়েছে। ৪-৫ জনকে নেওয়া বাকি। ১৫ জুনের মধ্যে দল গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবো।' শোনা যাচ্ছে, দুই উইঙ্গার, এক মিডফিল্ডার ও এক ডিফেন্ডারকে সই করানো বাকি রয়েছে ইস্টবেঙ্গলের।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement