Advertisement

East Bengal Transfer Update: পুরনো সৈনিককে ফেরাতে মরিয়া ইস্টবেঙ্গল, টার্গেট আরও এক মিডফিল্ডার

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে চমক দিতে পারে ইস্টবেঙ্গল (Emami East Bengal)। শোনা যাচ্ছে হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) দুই তারকা ফুটবলারকে সই করাতে চাইছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি বিদেশিদের পরিবর্তন করার ব্যাপারেও অনেকটাই এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। এমনটাই সূত্রের খবর।  

ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Dec 2023,
  • अपडेटेड 7:56 AM IST

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে চমক দিতে পারে ইস্টবেঙ্গল (Emami East Bengal)। শোনা যাচ্ছে হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) দুই তারকা ফুটবলারকে সই করাতে চাইছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি বিদেশিদের পরিবর্তন করার ব্যাপারেও অনেকটাই এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। এমনটাই সূত্রের খবর।  

এই দুই ভারতীয় ফুটবলারের মধ্যে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলা নিখিল পূজারিকে (Nikhil Pujari) পাওয়ার চেষ্টা করলেও, এই ডিল নিয়ে সংশয় থাকছেই। নিখিলের পাশাপাশি ইস্টবেঙ্গল সই করাতে চাইছে হিতেশ শর্মাকেও (Hitesh Sharma)। ভাল ছন্দে থাকা এই মিডফিল্ডারকে পেতে বেশ আত্মবিশ্বাসী কর্তারা। তবে নিখিলের সঙ্গে ২০২৬ সাল অবধি হায়দরাবাদের চুক্তি রয়েছে। এই চুক্তি ছেড়ে তাঁকে বের করে আনতে হলে প্রচুর টাকা খরচ করতে হবে ইস্টবেঙ্গলকে। অন্যদিকে ২০২৪-এর মার্চেই হিতেশের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে হায়দরাবাদের। ফলে তাঁকে আপাতত লোনে সই করিয়ে মার্চে চুক্তি করতে পারে ইস্টবেঙ্গল। দেখার বিষয়, এই লোন ডিলের জন্য হায়দরাবাদ কী দাবি করে। 

এবারের আইএসএল-এ কিছুটা হলেও ছন্দ ফিরে পেয়েছে ইস্টবেঙ্গল। টানা পাঁচ ম্যাচ অপরাজিত তাঁরা। আইএসএল-এ এখনও পর্যন্ত এটাই লাল-হলুদের সেরা পারফরম্যান্স। এর মধ্যেই ওড়িশা এফসি-র বিরুদ্ধে ম্যাচে তাদের পেনাল্টি  না পাওয়া নিয়ে সরব হয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তা ও সমর্থকরা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে চিঠিও পাঠানো হয়েছিল। অভিযোগ করেছিল মোহনবাগান সুপার জায়েন্টও। এবার নড়েচড়ে বসল ফেডারেশন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়ে দিলেন, রেফারি কমিটি, এআইএফএফ-এর চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটলের সঙ্গে ৩১ ডিসেম্বর বৈঠকে বসবেন তিনি। এদেশের ফুটবলে রেফারির মান কীভাবে উন্নত করা সম্ভব, সেই আলোচনা হবে বৈঠকে।

আইএসএলের ম্যাচে রেফারিদের ভুল সিদ্ধান্তে বেশি করে ভুগতে হয়েছে কলকাতার দুই প্রধানকেই। ৩১ ডিসেম্বরের বৈঠকের দিকে তাকিয়ে আপাতত দেশের ফুটবল। তাকিয়ে কলকাতার দুই প্রধানের লক্ষ লক্ষ সমর্থক। যদিও ইতিমধ্যেই ভার প্রযুক্তি নিয়ে কথাবার্তা শুরু করে দিয়েছে ফেডারেশন। তবে ভার এলেই হবে না। তার জন্যও রেফারিদের প্রশিক্ষিত করতে হবে AIFF-কে।          

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement