Advertisement

East Bengal Transfer Update: ওড়িশার মিডফিল্ডারকে প্রস্তাব, কাকে টার্গেট করছে ইস্টবেঙ্গল?

নতুন মরসুমে ট্রান্সফার মার্কেটে চমক। ওড়িশা এফসি (Odisha FC) থেকে প্রিস্টান রেবেলোকে (Princeton Rebello) সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। ভারতীয় এই অ্যাটাকিং মিডফিল্ডার ওড়িশার হয়ে দারুণ ছন্দে। লিগ শিল্ড জিততে না পারলেও, এখনও তাদের সামনে সুযোগ রয়েছে আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হওয়ার। তবে সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant) দ্বিতীয় লেগে হারাতে হবে। ড্র করলেও ওড়িশা চলে যাবে ফাইনালে। এই মরসুমে একটা গোলও আছে গোয়ান ফুটবলারের।

ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2024,
  • अपडेटेड 8:06 PM IST

নতুন মরসুমে ট্রান্সফার মার্কেটে চমক। ওড়িশা এফসি (Odisha FC) থেকে প্রিস্টান রেবেলোকে (Princeton Rebello) সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। ভারতীয় এই অ্যাটাকিং মিডফিল্ডার ওড়িশার হয়ে দারুণ ছন্দে। লিগ শিল্ড জিততে না পারলেও, এখনও তাদের সামনে সুযোগ রয়েছে আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হওয়ার। তবে সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant) দ্বিতীয় লেগে হারাতে হবে। ড্র করলেও ওড়িশা চলে যাবে ফাইনালে। এই মরসুমে একটা গোলও আছে গোয়ান ফুটবলারের।

প্রিস্টনকে দলে নিতে খুব বেশি টাকা খরচ করতে হবে না লাল-হলুদকে। ট্রান্সফার মার্কেট অনুযায়ী তাঁর এখনকার স্যালারি ৬০ লক্ষ টাকা। ২৫ বছর বয়সী এই তারকা খেলা শুরু করেন এফসি গোয়ার রিজার্ভ দলে। স্পোর্টিং ক্লাব ডি গোয়ার হয়েও খেলেছেন। সুযোগ পেয়েছেন ভারতের অনূর্ধ্ব-২৩ দলেও। গত মরসুম শেষ হওয়ার পরেই এফসি গোয়া থেকে ওড়িশায় সই করেন প্রিস্টন। এই বছরেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ওড়িশার। সেই কারণেই তাঁকে নিতে ঝাঁপাল লাল-হলুদ।

ফুটবলার হিসেবে দুইবার সুপার কাপ, এক বার আইএসএল লিগ শিল্ড আর একবার ডুরান্ড কাপ জিতেছেন রেবেলো। এখনও আইএসএল চ্যাম্পিয়ন হওয়া হয়নি তাঁর। তবে এবার সে সুযোগ থাকছে। বলা ভাল সেমিফাইনালের দ্বিতীয় লেগে নামার আগে মোহনবাগানের থেকে এগিয়ে রয়েছে ওড়িশা। আইএসএল জেতার অভিজ্ঞতা নিয়ে তিনি যদি ইস্টবেঙ্গলে আসেন তা হলে তা লাল-হলুদের জন্য দারুণ ব্যাপার হবে। কারণ, এই মরসুমেও প্লে অফে পৌঁছতে পারেনি ইস্টবেঙ্গল। 

প্রিস্টান রেবেলো

ক্লেইটন সিলভার সই হয়ে গিয়েছে। তাঁর বিকল্প হিসেবে আরও একজন স্ট্রাইকারের খোঁজে লাল হলুদ। ইউরো কাপে খেলা বা বড় মাপের কোন বিদেশী স্ট্রাইকারকে আনার চেষ্টা করছে ইস্টবেঙ্গল।

Advertisement

ইস্টবেঙ্গল এবার ট্রান্সফার উইন্ডোতে ঝাঁপিয়ে পড়েছে লাল হলুদ। একের পর এক ফুটবলার সই করিয়ে নিচ্ছে কার্লেস কুয়াদ্রাতের দল। ভাল মানের ফুটবলার আনতে না পারলে, এ বারের মতো, পরের মরসুমেও প্লে অফে যাওয়া সমস্যার হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। সেই কারণেই মরসুমের মাঝ থেকেই প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল। পরের মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২ প্লে অফে খেলার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল। ফলে অনেক ম্যাচ খেলতে হবে তাদের।             

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement