Advertisement

East Bengal vs Downtown FC Durand Cup 2024: তালাল-ক্রেসপো যুগলবন্দিতে জয়, ডার্বির আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল

ডার্বির আগে দারুণ জয় ইস্টবেঙ্গলের। ডাউনটাউন এফসিকে ৩-১ গোলে হারিয়ে জয় পেল লাল-হলুদ। এই জয় নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তিন পয়েন্ট খুব জরুরী ছিল কার্লেস কুয়াদ্রাতের দলের জন্য। চোট আঘাত সমস্যায় ভুগতে থাকা লাল-হলুদ দলে ছিলেন না ডিমানটাকোস। তবে জিততে সমস্যা হয়নি। নাওরেম মহেশ সিং-এর জায়গায় নামা আজাদের স্কিল বুধবারের ম্যাচে বাড়তি পাওনা। তার সঙ্গে ম্যাচ ফিট হয়ে ওঠা তালাল যে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটাও বোঝা গেল এই ম্যাচেই।   

ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Aug 2024,
  • अपडेटेड 9:08 PM IST

ডার্বির আগে দারুণ জয় ইস্টবেঙ্গলের। ডাউনটাউন এফসিকে ৩-১ গোলে হারিয়ে জয় পেল লাল-হলুদ। এই জয় নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তিন পয়েন্ট খুব জরুরী ছিল কার্লেস কুয়াদ্রাতের দলের জন্য। চোট আঘাত সমস্যায় ভুগতে থাকা লাল-হলুদ দলে ছিলেন না ডিমানটাকোস। তবে জিততে সমস্যা হয়নি। নাওরেম মহেশ সিং-এর জায়গায় নামা আজাদের স্কিল বুধবারের ম্যাচে বাড়তি পাওনা। তার সঙ্গে ম্যাচ ফিট হয়ে ওঠা তালাল যে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটাও বোঝা গেল এই ম্যাচেই।   

২৩ মিনিটে গোল করেন মাদি তালাল। ফ্রিকিক থেকে দারুণ ফিনিশ করেন এই ফরাসি মিডফিল্ডার। ৩০ মিনিটে আফ্রিনের গোলে সমতা ফেরায় ডাউনটাউন। সুযোগ পেলেও ঠিকভাবে তা ক্লিয়ার করতে পারেননি মহম্মদ রাকিপ। তাঁর শট আফরিনের গায়ে লেগে গোলে ঢুকে যায়। প্রভসুকান গিলের কিছু করা ছিল না। সউল ক্রেসপোর থ্রু পাস ধরে পেনাল্টি বক্সের মধ্যেঢুকে যান বিষ্ণু। তাঁকে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। স্পট কিক থেকে গোল করেন সউল ক্রেসপো।  শেষে জেসিন টিকের করা গোলে ম্যাচে জয় নিশ্চিত করে ফেলে ইস্টবেঙ্গল।

শেষদিকে ডাউনটাউনের এক ফুটবলার হলুদ কার্ড খাওয়ায় ১০ জনে খেলতে থাকে। ফলে গোল শোধ দেওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে। তবে দলের ডিফেন্স আর সুযোগ নষ্ট করা স্ট্রাইকারদের নিয়ে চিন্তা থাকবে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচের। ডিফেন্সে মহম্মদ রাকিপের ভুলে এদিন গোল খেতে হয় লাল-হলুদকে। তা নিশ্চিত ভাবেই ভাল চোখে দেখবেন না ইস্টবেঙ্গল কোচ। ডার্বির আগে এই ভুলগুলো শুধরে নিতে হবে কুয়াদ্রাতের দলকে। 

এদিনের ম্যাচ যত এগিয়েছে ততই উত্তেজনা বেড়েছে। লাল কার্ড হয়েছে। একাধিক হলুদ কার্ড দেখেছেন কাশ্মীরের এই ক্লাবের ফুটবলাররা। শেষদিকে ঝামেলায় জড়ানোয় বারবার ম্যাচ বন্ধ করতে হয় রেফারিকে। তবে এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement