ইমামি ইস্টবেঙ্গল নয়, লাল-হলুদ এবারের আইএসএল-এ খেলবে শুধু 'ইস্টবেঙ্গল' নামেই। এই কথা ইস্টবেঙ্গল ডে-র দিন ঘোষণা করে দেন ইমামি কর্তারা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন ক্লাবের সমর্থকরা। টিপ্পনি দিতে থাকেন চির প্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের উদ্দেশ্যেও। সোমবার রাতে ইস্টবেঙ্গল ডে-র অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হন ইমামি কর্তারা। তখন তাঁদের প্রশ্ন করা হয়, ইস্টবেঙ্গল এই মরশুমে কী নামে খেলবে? এর উত্তর দিতে গিয়েই ইমামি কর্তা বলেন, ''আইএসএল-এ ইনভেস্টরের নাম রাখা যায় না। তাই আমরা ইস্টবেঙ্গল নামেই খেলব। তবে ডুরান্ড বা কলকাতা লিগে ইমামি ইস্টবেঙ্গল নামে খেলবে লাল-হলুদ।''
কেন ইনভেস্টরের নাম ব্যবহার করা যায় না
আইএসএল-এর নিয়ম অনুসারে দলের নামের আগে ইনভেস্টরের নাম বসান যায় না। তবে মার্জ হলে ব্যাপারটা আলাদা। আর সেই কারণেই এটিকে মোহনবাগান নাম নিয়ে কোনও আপত্তি নেই এফএসডিএল-এর। তবে আপত্তি রয়েছে সমর্থকদের। চির প্রতিদ্বন্দ্বী ক্লাব যেখানে নিজের নামে আইএসএল খেলবে সেখানে এটিকে-কে মেনে নিতে পারছেন না সবুজ-মেরুন সমর্থকরা।
আরও পড়ুন: 'অন্য দলের সঙ্গে যুক্ত হয়ে খেলি না,' মোহনবাগান-কর্তাদের খোঁচা দেবব্রতর
এসসি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সমস্যা হয়নি
শ্রী সিমেন্ট এর আগের দুই মরশুমে ইস্টবেঙ্গলকে ইনভেস্ট করেছিল। তখন এসসি ইস্টবেঙ্গল নাম নিয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলেছিল লাল-হলুদ। আসলে নামের আগে 'স্পোর্টিং ক্লাব' জুড়ে দিয়ে নিজেদের নামকে সকলের সামনে তুলে নিয়ে আসার চেষ্টা করেছিল শ্রী সিমেন্ট। যেহেতু 'শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল' নামে তারা আইএসএল-এ খেলেনি তাই সমস্যা হয়নি। ইস্টবেঙ্গল দুই মরশুমেই খেলেছিল 'এসসি ইস্টবেঙ্গল' নাম নিয়ে।
আরও পড়ুন: লক্ষ্য দীর্ঘমেয়াদি ফল, ভালো দল গড়ার পাশাপাশি পরিকাঠামোতেও জোর ইমামি ইস্টবেঙ্গলের
জোরদার হতে পারে 'রিমুভ এটিকে' আন্দোলন
এটিকে নাম সরান নিয়ে অনেকদিন ধরেই বিক্ষোভ চলছে মোহনবাগানে। কর্মকর্তারাও সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন। তবে কবে এটিকে না সরবে তা নিশ্চিত করে বলতে পারেননি। দুই দিন আগেই মোহনবাগান তাঁবুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফ্লোরেন্টিন পোগবা বলেন, ''আমাকে আমার এজেন্ট বলেছিল এটিকে-র একজন ডিফেন্ডার দরকার।'' পোগবা এটিকে নাম নিলেও মোহনবাগানের নাম নেননি। তিনি হয়ত এই বিষয়ে কিছুই জানেন না। তাঁর উপর নয়, সমর্থকদের ক্ষোভ কর্তাদের উপর। এই কাটা ঘায়ে নুনের ছিটে দিল দেবব্রত সরকারের বক্তব্য। ইমামির সঙ্গে চুক্তি সই করে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা বলেন, ''ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল নামেই খেলবে। আমরা কোনও আইএসএল খেলা দলের সঙ্গে যুক্ত হইনি। আমাদের সঙ্গে ওদের পার্থক্য রয়েছে।''