কলকাতায় এসেছন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার বাংলাদেশ হয়ে শহরে পা রাখার পর তেমন কোনও কর্মসূচী ছিল না তাঁর। তবে মঙ্গলবার সকালে মিলনমেলার অনুষ্ঠানে তাল কাটল। তারকা গোলরক্ষকের সঙ্গে ইস্টবেঙ্গল ও মোহনবগান কর্তারা ছবি তুললেন ঠিকই কিন্তু হয়ে গেল মারাত্মক একটা ভুল।
লোগো বিভ্রাট
মিলনমেলার অনুষ্ঠানে দুই বড় দলের কর্তারা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুললেন, কিন্তু সেই সময় জায়েন্ট স্ক্রিনে দুই ক্লাবের যে লোগো দেখা গেল তা নিয়েই শুরু হল বিতর্ক। ইস্টবেঙ্গলের কর্তাদের সামনেই দেখা গেল জায়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে, এসসি ইস্টবেঙ্গলের লোগো। দুই বছর আগেই শ্রী সিমেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে লাল-হলুদের। তবে কেন এই লোগো ব্যবহার করা হল? প্রশ্ন উঠেছে মোহনবাগানের লোগো নিয়েও। মোহনবাগানের নামের আগে থেকে উঠে গিয়েছে এটিকে। গতকালই মোহনবাগানের পক্ষ থেকে নতুন লোগো প্রকাশ করা হয়েছে। তবে কেন ব্যবহার করা হল পুরনো লোগো? প্রশ্ন তুলছেন সমর্থকরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।
বিশ্বকাপ জেতা গোলরক্ষক যখন শহরে তখন ফুটবল নিয়ে উদাসিন কেন কর্তারা? এমন ভুল মুখ পোড়াল কলকাতার। তা কি বুঝতে পারছেন উদ্যগক্তারা? এখনও কোনও সরকারি বিবৃতি সামনে আসেনি। সমর্থকদের কাছে তাদের ক্লাবের জার্সি পতাকার মতোই প্রিয় ক্লাবের লোগো। যদিও এ নিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়নি দুই ক্লাবের কর্তাদেরও।
মিলনমেলায় অনুষ্ঠানে লাল-হলুদ জার্সি পরেন এমিলিয়ানো। তাঁর মুখে শোনা যায়, ‘জয় ইস্টবেঙ্গল’ স্লোগানও। বিকেলে মোহনবাগান মাঠে আসবেন বিশ্বকাপজয়ী। সেখানেও অনেক কর্মসূচি রয়েছে তাঁর। সেখানে কলকাতা পুলিশের ফ্রেন্ডস কাপে থাকবেন তিনি। শুধু তাই নয়, উদ্বোধন করবেন পেলে- মারাদোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেট। এর পর রিষড়ায় যাবেন আর্জেন্টিনার গোলকিপার। মার্টিনেজকে কলকাতায় নিয়ে আসার মূল উদ্যেক্তা শতদ্রু দত্তের বাড়িতে রাতে একটি নৈশভোজের অনুষ্ঠান রয়েছে। যেখানে মার্টিনেজের সঙ্গে থাকবেন কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সঞ্জীব গোয়েঙ্কা।
মার্টিনেজকে মোহনবাগান সংবর্ধনা দেবে। সেখানে থাকবে বড় চমক। ঐতিহ্যশালী মোহনবাগান রত্নর স্মারক তুলে দেওয়া হবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের হাতে। মোহনবাগানের সংবর্ধনায় থাকবে ১০০ বছরের স্ট্যাম্প, উত্তরীয়। রবিবার ক্রীড়া সাংবাদিক তাঁবুতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘আমরা অনেক আলোচনা করেছি। কী দেওয়া যায় ওনাকে তা নিয়ে। যাতে উনি আমাদের দেওয়া উপহার সঙ্গে নিয়ে যেতে পারেন। আমরা ঠিক করেছি, মোহনবাগান রত্ন-র স্মারক মার্টিনেজকে দেব। সেই রত্ন স্মারকে দিবু লেখা হবে। বাগানের ১০০ বছরের স্ট্যাম্প দেওয়া হবে। পাঁচ জন লাইফ মেম্বার হাতে কার্ড তুলে দেবেন তিনি।‘