Advertisement

Euro 2024: একাধিক সুযোগ নষ্ট রোনাল্ডোর, শেষ মুহূর্তের গোলে চেকদের হারাল পর্তুগাল

সুযোগ নষ্ট করলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবুও ইউরোর (Euro 2024) প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের (Czech Republic) বিরুদ্ধে কোনওমতে জিতল পর্তুগাল (Portugal)। ম্যাচ শুরুর আগে থেকেই রোনাল্ডোকে নিয়ে উন্মাদনা ছিল ফ্যানদের মধ্যে। ক্লাব ফুটবলে খুব ভাল ছন্দে না থাকা দেশের জার্সিতে কি জ্বলে উঠতে পারবেন তা নিয়েই ছিল প্রশ্ন। শুরু থেকে চেক প্রজাতন্ত্রকে চেপে ধরলেও গোল আসছিল না। একটা সময় পিছিয়েও পড়ে পর্তুগাল। তবে শেষ মুহূর্তে দলের মান বাঁচান কোনসোসা। গোল করে দলে জেতান তিনি।

গোল পেলেন না রোনাল্ডো, জিতল পর্তুগাল
Aajtak Bangla
  • লেপজিক,
  • 19 Jun 2024,
  • अपडेटेड 6:55 AM IST

সুযোগ নষ্ট করলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবুও ইউরোর (Euro 2024) প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের (Czech Republic) বিরুদ্ধে কোনওমতে জিতল পর্তুগাল (Portugal)। ম্যাচ শুরুর আগে থেকেই রোনাল্ডোকে নিয়ে উন্মাদনা ছিল ফ্যানদের মধ্যে। ক্লাব ফুটবলে খুব ভাল ছন্দে না থাকা দেশের জার্সিতে কি জ্বলে উঠতে পারবেন তা নিয়েই ছিল প্রশ্ন। শুরু থেকে চেক প্রজাতন্ত্রকে চেপে ধরলেও গোল আসছিল না। একটা সময় পিছিয়েও পড়ে পর্তুগাল। তবে শেষ মুহূর্তে দলের মান বাঁচান কোনসোসা। গোল করে দলে জেতান তিনি।

প্রথমার্ধে গোল না হলেও খেলার গতির বিপরীতে এগিয়ে যায় চেক। পরে আত্মঘাতী গোলে সমতা ফেরায় পর্তুগাল। একেবারে শেষ মুহূর্তে পরিবর্ত হিসাবে নামা কনসেসাও গোল করে জিতিয়ে দেন পর্তুগালকে। খেলার শুরু থেকেই পর্তুগালের দাপট। ডালট, ব্রুনো ফার্নান্দেজ, কানসেলো, বের্নার্দো সিলভারা প্রায় চেপে ধরেন চেকদের। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ সামনে রেখেছিলেন রোনাল্ডো ও লিয়াওকে। লিয়াওও সুযোগ পেয়ে নষ্ট করেছেন বেশ কয়েকবার। প্রথমার্ধ জুড়ে মাঝমাঠের দখল ছিল পর্তুগালের। একের পর এক আক্রমণ এসে পড়ছিল চেক বক্সে। ৮ মিনিটের মাথায় প্রথম সুযোগ পান রোনাল্ডো। বক্সে ভেসে আসা বসে হেড করেন তিনি। কিন্তু গোলে রাখতে পারেননি সিআর৭। ছটফট করলেও কাজের কাজটা হয়নি। তবে স্পষ্ট বোঝা যাচ্ছিল, দেশের জার্সিতে গোল করার জন্য মুখিয়ে তিনি। মাঝেমধ্যে দূর থেকেও শট মারছিলেন পর্তুগালের ফুটবলারেরা। ২৫ মিনিটে ফার্নান্দেজের শট অল্পের জন্য বারের উপর দিয়ে বেরিয়ে যায়।

৩২ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। রক্ষণের জঙ্গলের মাঝখান থেকে বক্সে অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে থাকা রোনাল্ডোকে বল বাড়ান ফার্নান্দেজ। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি পর্তুগাল তারকা। তাঁর বাঁ পায়ের শট বাঁচিয়ে দেন স্টানেক। বিরতির ঠিক আগেও গোল লক্ষ্য করে শট মারেন রোনাল্ডো। এ বারও দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন স্টানেক। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে গোল করে এগিয়ে যায় চেক। বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁক খাওয়ানো শটে দিয়েগো কোস্তাকে পরাস্ত করে গোল করেন লুকাস প্রোভোদ। 

Advertisement

তবে সেই এগিয়ে থাকা খুব বেশি সময় ধরে রাখতে পারেনি চেকরা। ৬৯ মিনিটের মাথায় বক্সে ভেসে আসা বলে হেড করেন মেনডেস। সেই বল বাঁচিয়ে দেন স্টানেক। কিন্তু ফিরতি বল চেকিয়ার ডিফেন্ডার রানাচের পায়ে লেগে গোলে ঢুকে যায়। রানাচ আত্মঘাতী গোলে সমতা ফেরায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে যদিও রোনাল্ডোকে কড়া মার্কিং-এ নড়তে দেননি চেক ডিফেন্ডাররা। যদিও পর্তুগালের আক্রমণ অনেক বেশি ছিল। ৮৮ মিনিটে ফাঁকা গোলে হেড করলেও গোল পাননি সিআর সেভেন। তাঁর হেড বারে লাগে। ঠিক যে সময় মনে হচ্ছিল, এই ম্যাচ ড্র অবস্থাতেই শেষ হবে, সেই সময়েই ভুল করে চেক রক্ষণ। নেটোর ক্রস আটকাতে ভুল করেন ডিফেন্ডার। সেই বল ধরে গোল করেন পরিবর্ত হিসাবে নামা ফ্রান্সিসকো কনসেসাও। ২-১ গোলে ম্যাচ জেতে পর্তুগাল।   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement