Advertisement

Euro Cup 2024 Fixtures: কাল থেকে শুরু ইউরোর কোয়ার্টার ফাইনাল, পরশু এমবাপে vs রোনাল্ডো; রইল সূচি

গ্রুপ পর্বের পর রাউন্ড অফ ১৬ শেষ করে ইউরো কাপে (Euro Cup 2024) এবার কোয়ার্টার ফাইনালের লড়াই। শুক্রবার রাত থেকে একের পর এক হাড্ডাহাড্ডি ম্যাচ। কোয়ার্টার ফাইনালের ধুন্ধুমার লড়াইতে মুখোমুখি কারা? একঝলকে পূর্ণাঙ্গ সূচি।

ইউরো কাপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2024,
  • अपडेटेड 3:55 PM IST

গ্রুপ পর্বের পর রাউন্ড অফ ১৬ শেষ করে ইউরো কাপে (Euro Cup 2024) এবার কোয়ার্টার ফাইনালের লড়াই। শুক্রবার রাত থেকে একের পর এক হাড্ডাহাড্ডি ম্যাচ। কোয়ার্টার ফাইনালের ধুন্ধুমার লড়াইতে মুখোমুখি কারা? একঝলকে পূর্ণাঙ্গ সূচি।

স্বাভাবিক ভাবেই ইউরো কাপ ফুটবলপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে। এবারের ইউরো কাপে (Euro 2024 Latest News in Bangla) মোট ২৪টি দল খেলেছে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে আট দল।  প্রাথমিক পর্যায়ে ৬টি গ্রুপে ভাগ করা হয় প্রত্যেকটি দলকে। প্রত্যেক গ্রুপে ছিল ৪টি করে দল। জার্মানির (Germany) ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ইউরো কাপের ম্যাচগুলি।

শেষ ষোলোর লড়াইয়ের পর এবার শেষ আটের লড়াই। তবে ইতিমধ্যেই এবারের ইউরোতে বেশকিছু অঘটন ঘটেছে। গ্রুপ পর্যায়ের ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসকে (Netherlands) ৩-২ গোলে হারিয়ে জয় পেয়েছে অস্ট্রিয়া (Austria)। অন্যদিকে, আবার পর্তুগালকে (Portugal) ২-০ গোলে হারিয়েছে জর্জিয়াও (Georgia)। শুধু তাই নয়, শেষ ষোলোর ম্যাচে তুল্যমূল্য লড়াই করে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা পাকা করে তুরস্ক (Turkiye)।

এটাই পর্তুগাল ক্যাপ্টেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) শেষ ইউরো। তাই ২০১৬ সালের পর ফের চ্যাম্পিয়ন হতে মরিয়া পর্তুগাল। শেষ আটে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপ রানার্স ফ্রান্স। অর্থাৎ এমবাপে বনাম রোনাল্ডো (Kylian Mbappe vs Cristiano Ronaldo)। তবে তার আগে আরও একটা হেভিওয়েট লড়াই দেখা যাবে। যেখানে স্পেন খেলবে আয়োজক জার্মানির বিরুদ্ধে।  ইউরোর নক আউট পর্বে কোনদিন আয়োজকদের হারাতে পারেনি স্পেন। এবার কি অন্যরকম ফল হবে? শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে সুইজারল্যান্ড। পাশাপাশি নেদারল্যান্ড খেলবে তুরস্কের বিরুদ্ধে।     


 

কবে কাদের ম্যাচ?
৫ জুলাই, শুক্রবারঃ স্পেন বনাম জার্মানি (রাত ৯.৩০ মিনিট)

Advertisement

৬ জুলাই, শনিবারঃ পর্তুগাল বনাম ফ্রান্স (রাত ১২.৩০ মিনিট)

৬ জুলাই, শনিবারঃ ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড (রাত ৯.৩০ মিনিট)

৭ জুলাই, রবিবারঃ নেদারল্যান্ডস বনাম তুরস্ক (রাত ১২.৩০ মিনিট)

কীভাবে দেখবেন ম্যাচ?
সমস্ত ম্যাচ দেখা যাবে সোনির নানা চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন সোনি লাইভ। তবে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে হবে। পাশাপাশি জিও ব্যবহারকারীরা জিও টিভিতে দেখতে পাবেন এই ম্যাচগুলি।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement