Advertisement

Virat Kohli: 'ক্রিকেটে একজন ‘ঈশ্বর’ তার পরে আমি,' বিরাটের ফেক VIDEO নিয়ে চাঞ্চল্য; দেখুন

ডিপ ফেক ভিডিওর শিকার হলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যেতেই শুরু হয়ে যায় নানা জল্পনা। শুভমন গিলের সঙ্গে তুলনা করে বিরক্তি প্রকাশ করছেন। ভিডিওতে বিরাটকে বলতে দেখা যাচ্ছে যে তিনি সেরার বিচারে সচিন তেন্ডুলকরের পরেই রয়েছেন। এই ভিডিও প্রকাশ পেতেই সর্বত্র প্রশ্ন উঠতে শুরু করে, বিরাটকে নিয়ে সমালোচনা হতে থাকে। তবে এবার ভিডিওটির সত্যতা সকলের সামনে এসেছে।

বিরাট কোহলি, কর্ণ শর্মা, টেস্ট ক্রিকেট, ক্রিকেটের খবর, IND বনাম AUS
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2024,
  • अपडेटेड 6:30 PM IST

ডিপ ফেক ভিডিওর শিকার হলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যেতেই শুরু হয়ে যায় নানা জল্পনা। শুভমন গিলের সঙ্গে তুলনা করে বিরক্তি প্রকাশ করছেন। ভিডিওতে বিরাটকে বলতে দেখা যাচ্ছে যে তিনি সেরার বিচারে সচিন তেন্ডুলকরের পরেই রয়েছেন। এই ভিডিও প্রকাশ পেতেই সর্বত্র প্রশ্ন উঠতে শুরু করে, বিরাটকে নিয়ে সমালোচনা হতে থাকে। তবে এবার ভিডিওটির সত্যতা সকলের সামনে এসেছে।

সেই ভাইরাল হওয়া ভিডিওতে বিরাট কোহলিকে বলতে শোনা যায়, ‘আমরা যখন অস্ট্রেলিয়া থেকে ফিরেছিলাম, আমি মূল্যায়ন করেছিলাম যে সফল হওয়ার জন্য কী কী প্রয়োজন। আমি শুভমন গিলকে খুব কাছ থেকে দেখতে থাকলাম। তার প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই, তবে ট্যালেন্ট শো করা এবং কিংবদন্তি হওয়ার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। শুভমন গিলের পক্ষে সেই স্তরে পৌঁছানো খুব কঠিন।’ এই ভিডিওতে দেখা যায়, শুভমন গিলের টেকনিক নিয়েও মুখ খুলেছেন ভারতীয় দলের তারকা। 

ভিডিওতে দেখা যায় বিরাট কোহলি বলছেন, ‘গিলের টেকনিক চমৎকার, কিন্তু আমি এটা পরিষ্কার করে দিই যে তাকে আমাদের থেকে এগিয়ে রাখার কোনও প্রয়োজন নেই। লোকেরা পরবর্তী বিরাট কোহলি সম্পর্কে কথা বলছে, কিন্তু আমি এটা পরিষ্কার করতে চাই যে একমাত্র বিরাট কোহলিই আছেন। আমি সবচেয়ে বিপজ্জনক বোলারদের মোকাবিলা করেছি। কঠিনতম পরিস্থিতিতে ভালো পারফর্ম করেছি এবং এক দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে এটা করেছি। ভারতীয় ক্রিকেটে একজন ‘ঈশ্বর’ (সচিন তেন্ডুলকর) আছেন এবং তার পরে আমি। এটি একটি বেঞ্চমার্ক। সেখানে পৌঁছনোর আগে গিলকে অনেক দূর যেতে হবে।’

ভাইরাল হওয়া এই ভিডিও দেখের বোঝার কোনও উপায় নেই যে এটা বিরাট কোহলির ছবি নয়। কারণ এতে তারকা ব্যাটারকে তাঁর কণ্ঠে কথাও বলতে দেখা যাচ্ছে। তবে এটি তৈরি হয়েছে AI এর সাহায্যেই। এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এই ভিডিওটি শেয়ার করে, অনেক নেটিজেন AI এর সক্ষমতা নিয়ে বিস্ময় প্রকাশ করছেন। পাশাপাশি তাঁদের দাবি, এই প্রযুক্তি বিপজ্জনক হতে পারে। কারণ ভিডিও দেখে যেমন বোঝার উপায় নেই যে এটি সম্পূর্ণ ফেক। ফলে কেউ যদি প্রথমবার এই ভিডিও দেখেন তিনি এটি সত্য বলে মেনে নেবেন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement