Advertisement

Rishabh Pant Isha Negi: 'পন্তকে আটকান নয়তো...' ইশাকে চরম হুঁশিয়ারি; বিতর্ক

অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন ঊর্বশী রাওতেলা (Urvashi Rautela)। ঊর্বশী নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অস্ট্রেলিয়া যাওয়ার কথা জানিয়েছেন মডেল অভিনেত্রী।

ঊর্বশী, পন্ত ও ইশা ঊর্বশী, পন্ত ও ইশা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Oct 2022,
  • अपडेटेड 11:15 AM IST
  • হুঁশিয়ারি ফ্যানদের
  • অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন ঊর্বশীও

টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) খেলতে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। দলে রয়েছেন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant)। এরপরেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন ঊর্বশী রাওতেলা (Urvashi Rautela)। ঊর্বশী নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অস্ট্রেলিয়া যাওয়ার কথা জানিয়েছেন মডেল অভিনেত্রী।

ইশাকে পরামর্শ দিচ্ছেন ফ্যানরা 
এর মধ্যেই পন্তের বান্ধবী ইশা নেগিও একটি রিলস শেয়ার করেছেন। তবে এতে পন্ত বা ঊর্বশী কারোর নাম নেননি তিনি। তবে বেশ কয়েকজন ভক্ত দুই জনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। একজন ইশা নেগিকে পরামর্শ দিয়েছেন, 'লাগাম দিন। নয়ত হাত থেকে বেরিয়ে যাবে।'আরেক ব্যবহারকারী ইশার কাছে জানতে চেয়েছেন, 'কবে অস্ট্রেলিয়া যাচ্ছেন?'। 'পন্তকে অনুসরণ করেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন ঊর্বশী। এমনটাই লিখেছেন আরও এক ব্যবহারকারী। 

আরও পড়ুন

তবে অস্ট্রেলিয়া পৌঁছে গেলেও মন ভাল নেই ঊর্বশীর। কিছু দুঃখের ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, গোলাপি শাড়ি পরে চোখ বুজে বিছানায় শুয়ে রয়েছেন তিনি। 

পন্তের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ইশা-ঊর্বশীও

ঋষভ পন্তের জন্মদিন ৪ অক্টোবর। এই উপলক্ষে ইশা নেগির মত শুভেচ্ছা জানিয়েছেন ঊর্বশীও। তবে পন্তের নাম নেননি তিনি। পাশাপাশি একটি ছবিও শেয়ার করেন মডেল অভিনেত্রী। সেই ছবিতে তাঁকে ফ্লাইং কিস দিতে দেখা যায়। এরপর টি২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া পৌঁছে আবারও শিরোনামে ঊর্বশী। 

পন্তের জন্মদিনে ঊর্বশীর পোস্ট

বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে

ঋষভ পন্ত এখন অস্ট্রেলিয়ায়। যেখানে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে। ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে হবে ২৩ অক্টোবর। দীপাবলির ঠিক একদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতীয় দলকে রাখা হয়েছে গ্রুপ ২-এ। এতে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ।

Advertisement

পন্তের ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে
বিশ্বকাপে খেলতে নামার আগে ঋষভ পন্তের ফর্ম নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। তবে অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই ভাল পারফর্ম করে এসেছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। সেই জন্যই দলে তাঁকে রাখা হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement