Advertisement

FIFA World Cup 2022: 'আর্জেন্টিনা হল হারজেন্টিনা,' ইন্টারনেটে উল্লাস ব্রাজির ফ্যানদের

FIFA World Cup 2022: টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে সৌদি আরবের (Argentina vs Saudi Arabia) বিরুদ্ধে বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। তবে সেই ম্যাচ ২-১ গোলে হেরে সমস্যায় লিওনেল মেসিরা।

লজ্জায় মুখ ঢাক লেন মেসি লজ্জায় মুখ ঢাক লেন মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2022,
  • अपडेटेड 8:02 PM IST
  • ২-১ গোলে হারল আর্জেন্টিনা
  • কটাক্ষের শিকার আর্জেন্টাইন সমর্থকরা

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে সৌদি আরবের (Argentina vs Saudi Arabia) বিরুদ্ধে বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচ শুরু হওয়ার আগে স্বাভাবিক ভাবেই লিওনেল মেসিদের (Lionel Messi) এগিয়ে রেখেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। প্রথমে গোল করে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেননি নাউয়েল মলিনা, নিকোলাস ট্যাগলিয়াফিকোরা। আসলে বারে বারে আক্রমণ করলেও গোল করতে না পারায় ব্যবধান বাড়েনি। তবে প্রশংসা করতে হবে সৌদি আরবের গোটা দলের। ম্যাচে মেসিদের হারের পর থেকেই নানা ভাবে আর্জেন্টাইন সমর্থকদের ট্রোল করতে থাকেন ব্রাজিল সমর্থকরা।

'হারজেন্টিনা' বলে কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুন

ব্রাজিল সমর্থকরা আর্জেন্টাইন সমর্থকদের 'হারজেন্টিনা' বলে কটাক্ষ করছেন। সোশ্যাল মিডিয়ায়, একাধিক পোস্ট হচ্ছে। মেসিদের সমর্থকদের ট্রোল করে। অন্যদিকে আর্জেন্টাইন সমর্থকদের দাবি, ২০১০ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনও প্রথম ম্যাচে হেরে গিয়েছিল। তবে প্রাক্তন সতীর্থ ইনিয়েস্তাদের মত বিশ্বকাপে প্রত্যাবর্তন করতে পারবেন মেসিরা? সেটা কিন্তু সময় বলবে। 

ব্রাজিল সমর্থকদের দলে যোগ দেওয়ার পরামর্শ

তবে সোশ্যাল মিডিয়া এখন সরগরম। আর্জেন্টিনার সমর্থকদের আবার ব্রাজিল সমর্থকদের দলে যোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন নেইমারদের ফ্যানরা। সেই সমর্থকের বক্তব্য, 'আর্জেন্টিনা তাদের সমর্থকদের হতাশা, লজ্জা ছাড়া কী দিয়েছে? তাঁরা হাত দিয়ে গোল করেছে। তাই আর্জেন্টাইন সমর্থকদের বলছি, আমাদের সঙ্গে আর তর্ক করতে আসবেন না। আগে নিজেদের ক্ষমতা বুঝুন তারপর তর্ক করবেন। আমাদের দলে চলে আসতে পারেন।'

আসলে বড় দল হেরে গেলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা এই রকম আবেদন করেন। জার্মানির বিরুদ্ধে ব্রজিল ঘরের মাঠে ৭-১ গোলে হারের পরেও ব্রাজিল সমর্থকদের এভাবেই ট্রোল করতে দেখা গিয়েছিল আর্জেন্টিনা সমর্থকদের। আসলে ধারে ভারে অনেক এগিয়ে থাকা সত্ত্বেও এমন অঘটন ঘটে যাওয়ায় বিরাট চাপে পড়ে গিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের মত বড় মঞ্চে প্রথম ম্যাচে এগিয়ে থেকেও ২-১ গোলে হার আত্মবিশ্বাসে চিড় ধরাবে মেসি দি মারিয়াদের।

Advertisement
ট্রোল করছেন ব্রাজিল সমর্থকরা

শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে নেইমারের ব্রাজিল। সেই ম্যাচের দিকে নজর থাকবে সকলের। বিশ্বকাপে আবারও অঘটন ঘটে যেতে পারে। অন্তত তেমনটাই আশা থাকবে আর্জেন্টাইন সমর্থকদের।          

Read more!
Advertisement
Advertisement