Advertisement

FIFA World Cup 2022: রোনাল্ডো নাজারিওকে পিজিয়ান ডান্স শেখালেন রিচার্লিসন, VIRAL VIDEO

বুধবার ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটিও এসেছিল তাঁর পা থেকেই। ম্যাচের পর রোনাল্ডো নাজারিওকে নাচ শেখান রিচার্লিসন। ম্যাচের ২৯ মিনিটে এই গোলের পর সতীর্থদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাঁকে।

রোনাল্ডো নাজারিও ও রিচার্লিসন রোনাল্ডো নাজারিও ও রিচার্লিসন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Dec 2022,
  • अपडेटेड 8:07 PM IST
  • নাচ শেখালেন রিচার্লিসন
  • ৪-১ গোলে ম্যাচ জেতে ব্রাজিল

প্রি কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার (Brazil vs South Korea) বিরুদ্ধে ৪-১ গোলে জিতে গিয়েছে ব্রাজিল (Brazil)। গোল করে পিজিয়ান ডান্স (Pigeon Dance) করতে থাকেন ব্রাজিল ফুটবলাররা। সেলিব্রেশনের এই ভিডিও ভাইরাল হয়ে যায়। সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাকভলিতে দারুণ গোল করে সকলের নজর কেড়ে নিয়েছিলেন রিচার্লিসন (Richarlison)। বুধবার ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটিও এসেছিল তাঁর পা থেকেই। ম্যাচের পর রোনাল্ডো নাজারিওকে নাচ শেখান রিচার্লিসন।  

ম্যাচের ২৯ মিনিটে এই গোলের পর সতীর্থদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। নাচতে দেখা যায় কোচ তিতেকেও। ম্যাচের পর রোনাল্ডো নাজারিওর (Ronaldo Nazario) সঙ্গে আড্ডা দিতে দেখা যায় ব্রাজিলিয়ান স্ট্রাইকাররে। সেই আড্ডার পরেই প্রাক্তন স্ট্রাইকারকে পিজিয়ান ডান্স শেখান ব্রাজিলের বর্তমান স্ট্রাইকার। পেনাল্টি বক্সের আগে দারুণ স্কিল দেখান রিচার্লিসন। মাথায় তিনবার বল জাগলিং করে তা পায়ে নিয়ে নেন বতাজিল স্ট্রাইকার। সেখান থেকে অনবদ্য পাস খেলে যান তিনি। সেই পাস ফের ধরে গোল করে গেলেন তিনি। 

আরও পড়ুন

প্রি কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন রোনাল্ডো নাজারিও। তাঁর পাশাপাশি এদিনের ম্যচ দেখতে উপস্থিত ছিলেন কাফু, রিভাল্ডো, রবার্তো কার্লোসরা। ম্যাচের শেষে এই বিশেষ সেলিব্রেশন নিয়ে ব্রাজিলের নাম্বার নাইনকে প্রশ্ন করেন রোনাল্ডো নাজারিও। এরপরে পিজিয়ান ডান্স শিখিয়ে দেন তিনি। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

রিচার্লিসনের খেলায় মুগ্ধ ব্রাজিলের প্রাক্তন সুপারস্টার। তিনি ব্রাজিলের বর্তমান তারকাকে বলেন, 'তোমরা এভাবেই এগিয়ে যাও। মনে রেখো, এখনও ৩টি ম্যাচ বাকি রয়েছে। তবে আমাকে কিন্তু 'পিজিয়ন ডান্স' শিখিয়ে দিতে হবে। কারণ তুমি তিতেকেও নাচিয়েছো!' এদিকে  রোনাল্ডোর সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে আপ্লুত রিচার্লিসন। রোনাল্ডোর পা ছুঁয়ে ব্রাজিলের স্ট্রাইকার বলেছেন, 'আমি ভাষা হারিয়ে ফেলেছি। আবেগপ্রবণ হয়ে পড়েছি।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement