Advertisement

FIFA World Cup 2022: জার্মানির ডু অর ডাই ম্যাচে রেফারি এই মহিলা, 'বেনজির' বিশ্বকাপ

FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) ইতিহাস হতে চলেছে। প্রথমবার পুরুষদের বিশ্বকাপের মঞ্চে রেফারি হিসেবে দায়িত্ব সামলাবেন এক মহিলা। এতদিন সহকারী রেফারির দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে মহিলাদের। তবে এবার একেবারে মুখ্য রেফারির দায়িত্ব পালন করবেন স্টেফনি ফ্রেপপার্ট ( Stephanie Frappart)।

স্টেফানিস্টেফানি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Nov 2022,
  • अपडेटेड 4:52 PM IST
  • বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি
  • ইতিহাস গড়বেন স্টেফানি

কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) ইতিহাস হতে চলেছে। প্রথমবার পুরুষদের বিশ্বকাপের মঞ্চে রেফারি হিসেবে দায়িত্ব সামলাবেন এক মহিলা। এতদিন সহকারী রেফারির দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে মহিলাদের। তবে এবার একেবারে মুখ্য রেফারির দায়িত্ব পালন করবেন স্টেফনি ফ্রেপপার্ট ( Stephanie Frappart)। এবারের বিশ্বকাপে নানা ধরনের বিতর্ক সামনে এসেছে। তবে এর মাঝেই কিছু স্মরণীয় ঘটনা ইতিহাস তৈরি করে ফেলেছে। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই জানা গিয়েছিল, কাতারে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে ৬ জন মহিলা রেফারিকে।

কোন ম্যাচে দায়িত্বে থাকবেন স্টেফনি?

আরও পড়ুন

কোস্টারিকা বনাম জার্মানির (Germany vs Costa Rica) ম্যাচে রেফারি ভূমিকায় থাকবেন এই ফরাসি। গ্রুপ পর্যায়ে মেক্সিকো বনাম পোল্যান্ড (Mexico vs Polland) ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল ৩৮ বছর বয়সী স্টেফনিকে। আর এবার জার্মানির ম্যাচে গোটা রেফারি দলটাই মহিলাদের। এমনটাই জানানো হয়েছে ফিফার তরফ থেকে। প্রথম অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে থাকছেন, ব্রাজিলের নজা ব্যাক, দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট রেফারি মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা। চতুর্থ রেফারি হিসেবে থাকছেন সেইড মার্টিনেজ।

তবে ইতিহাস আগেও করেছেন স্টেফানি। তিনি প্রথম মহিলা রেফারি, যিনি পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পরিচালনা করেছেন। ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হওয়া মহিলাদের বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল স্টেফানিকে। আর এবার পুরুষদের বিশ্বকাপেও বাঁশি হাতে দেখা যাবে তাঁকে। 

কীভাবে পরের রাউন্ডে যেতে পারে জার্মানি?

দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপে ৪ নম্বরে রয়েছে জার্মানি। কোস্টারিকার বিরুদ্ধে এই ম্যাচে জিততেই হবে তাদের। যদিও তাতে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে না চারবারের চ্যাম্পিয়নদের। জাপানকে স্পেনের বিরুদ্ধে হারতেই হবে। তবে শেষ ষোলর দরজা খুলবে। জার্মানিকে হারাতে পারলে পরের রাউন্ডে চলে যাওয়ার সুযোগ থাকবে কোস্টারিকারও। কারণ তারাও পৌঁছে যাবে সাত পয়েন্টে। জার্মানি সে ক্ষেত্রে থাকবে ১ পয়েন্টেই। এই ম্যাচ জিতলে ৪ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে। স্পেনকে ড্র করলেও চলবে। তবে তা হলেও জার্মানি পরের রাউন্ডে যেতে পারবে না।      

Advertisement

Read more!
Advertisement
Advertisement