Advertisement

Cristiano Ronaldo: রোনাল্ডোকে বসিয়ে দেওয়া ঠিক হল? পর্তুগাল কোচ বললেন, 'কোনও আক্ষেপ নেই'

মরক্কোর বিরুদ্ধে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালের মত ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোস। কোচের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যদিও নিজের অবস্থানে এখনও অনড় স্যান্টোস। তাঁর মতে, রোনাল্ডোকে বেঞ্চে বসানোর সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল।

ফার্নান্দো স্যান্টোস ও রোনাল্ডো  ফার্নান্দো স্যান্টোস ও রোনাল্ডো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Dec 2022,
  • अपडेटेड 9:43 AM IST
  • বিদায় নিল পর্তুগাল
  • মরক্কোর বিরুদ্ধে প্রথম থেকে দলে ছিলেন না রোনাল্ডো

মরক্কোর বিরুদ্ধে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালের মত ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোস। কোচের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যদিও নিজের অবস্থানে এখনও অনড় স্যান্টোস। তাঁর মতে, রোনাল্ডোকে বেঞ্চে বসানোর সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল।

পর্তুগিজ কোচ মনে করেন, আবেগ দিয়ে সব কিছু হয় না। তিনি বলেন, 'রোনাল্ডোকে না খেলানো নিয়ে আমার কোনও আফসোস নেই। দল তৈরির সময়, আবেগের থেকে বাস্তব পরিস্থিতির গুরুত্ব অনেক বেশি। সমস্ত দিক বিচার করেই দল মাঠে নামাতে হয়।' 

আরও পড়ুন

তিনি আরও বলেন, ''রোনাল্ডোকে ছাড়াই সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছিলাম। সেই জন্যই পরের ম্যাচেও কোনও পরিবর্তনের দরকার রয়েছে বলে মনে করিনি। এমনটা একেবারেই নয় যে রোনাল্ডো খারাপ ফুটবলার।'

পর্তুগালের হয়ে এখনও অবধি ১৯৫টি ম্যাচে ১১৮টি গোল করেছেন রোনাল্ডো। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়া এই ফুটবলারকে ছাড়াই রাউন্ড অফ ১৬-এর ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধেও দল নামিয়েছিলেন স্যান্টোস সেই ম্যাচে রোনাল্ডোর জায়গায় নামা গঞ্জালো স্যান্টোস দারুণ হ্যাটট্রিক করেন। আর তাই পরের ম্যাচেও তাঁকেই দলে রাখার সিদ্ধান্ত নেন পর্তুগিজ কোচ।

কান্নায় ভেঙে পড়লেন রোনাল্ডো

  বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর জর্জিনা রদ্রিগেজ তাঁর ইনস্টাগ্রামে রোনাল্ডোর উদ্দেশ্যে  লিখেছেন, 'আজ তোমার কোচ এবং বন্ধু একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এমন একজন বন্ধু যাকে তুমি বিশ্বাস করেছিলে এবং অনেক সম্মান করেছিলে। তোমার আসার পর ম্যাচটা কেমন বদলে গিয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।'

০-১ গোলে পিছিয়ে থাকা পর্তুগালকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন সিআর সেভেন। তবুও গোল করতে পারেনি পর্তুগাল। দ্বিতীয়ার্ধে তিনি নামার পরে প্রচুর আক্রমণ তুলে আনতে থাকে পর্তুগাল। আসলে, রোনাল্ডো নামার পরেই আরও সতর্ক হয়ে যায় মরক্কো ডিফেন্স। সবসময় রোনাল্ডো সঙ্গে দুই অথবা তিন মরোক্কান ফুটবলার মার্ক করতে থাকেন। ফলে খালি জায়গা পেয়ে যাচ্ছিলেন পর্তুগিজ ফুটবলাররা। তবে সেই জায়গা ব্যবহার করতে না পারায় হারতে হয় তাদের।

Read more!
Advertisement
Advertisement