বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চেও নিভল আলো। কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ (Stadium 974) নিভে গেল আলো। কিছুক্ষণের মধ্যেই সেই আলো ফিরে এলেও লজ্জায় পড়তে হল আয়োজকদের। যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই সেই আলো আবার ফিরে আসে। প্রথমার্ধের একেবারে শেষ দিকে এই ঘটনা ঘটায় কিছুটা সময় ম্যাচ বন্ধ থাকে।
বিশ্বকাপের সব খবরের জন্য এখানে ক্লিক করুন
সেই সময় ব্রাজিল কর্নার নিতে যাচ্ছিল। সেই সময়ই এই ঘটনা ঘটে যায়। সোমবার গ্রুপ জি-র ম্যাচে খেলতে নেমেছিল ব্রাজিল ও সুইৎজারল্যান্ড। সেই ম্যাচ চলাকালীনই এই ঘটনা ঘটে। ম্যাচের ৪৪ মিনিটে বাতিস্তম্ভের আলো নিভে যায়। ধারাভাষ্যকারদের বলতে শোনা যায়, 'মাঠের ৫০ শতাংশ আলো নিভে গিয়েছে।' এর পরেই যদিও আলো ফিরে আসে স্টেডিয়ামে।
আরও পড়ুন: শেষ ১৬-তে ফ্রান্সের, পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত রোনাল্ডো-মেসিদের?
সুইৎজারল্যান্ড বরাবরই ব্রাজিলের (Brazil) শক্ত গাঁট। নেইমারের অনুপস্থিতিতে সেটা আরও একবার প্রমাণিত হতে চলেছিল। তবে শেষ মুহূর্তে গোল করে তা হতে দিলেন না ক্যাসেমিরো (Casemiro)। একেবারে নেতার মত সঠিক সময় গোল করে দলকে পরের রাউন্ডে নিয়ে গেলেন এবারের বিশ্বকাপের নক আউটে।
বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত থেকে নজির গড়ল ব্রাজিল। সুইসদের ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলতে ব্রাজিল। ৮৩ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। গোলের পাসটা বাড়ালেন সেই রড্রিগো (Rodrygo)। সেখান থেকে চেটো দিয়ে বল গোলে রাখেন ক্যাসেমিরো।
আরও পড়ুন: ক্যাসেমিরোর গোল, সুইসদের হারিয়ে পরের রাউন্ডে ব্রাজিল
৫৬ মিনিটে ফের সুযোগ নষ্ট করে ব্রাজিল। আবারও মিস রিচার্লসনের। শুধুমাত্র রক্ষণ সামলে ব্রাজিলকে আটকানো সম্ভব নয়, বুঝেই প্রতি আক্রমণ করতে থাকে সুইসরা। কিন্তু তা সেলেকাওদের রক্ষণকে অস্বস্তিতে ফেলতে পারেনি।
৬৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। ভার দেখে গোল বাতিল করেন রেফারি। রিচার্লসন অফসাইডে থাকায় ভিনিসিয়াসের গোল বাতিল হয়ে যায়। তবে ব্রাজিল সমর্থকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন ৮৩ মিনিটে।