Advertisement

FIFA World Cup 2022: ম্যাচ জিতেও স্বস্তি নেই, কোন অঙ্কে নক আউটে পৌঁছতে পারে জার্মানি?

FIFA World Cup 2022: বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে জাপানের কাছে অপ্রত্যাশিত হার জার্মানির (Germany)। পরবর্তী রাউন্ডে ওঠা কিছুটা কঠিন করে দিয়েছে। ইতিমধ্যেই ব্রাজিল (Brazil) ও আর্জেন্টিনা (Argentina) উঠে গিয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালে। বাকি রয়েছে জার্মানি।

জার্মানি দলজার্মানি দল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Dec 2022,
  • अपडेटेड 4:39 PM IST
  • জিতলেও তাকিয়ে থাকতে হবে জাপানের দিকে
  • মাত্র ১ পয়েন্ট জার্মানির

বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে জাপানের কাছে অপ্রত্যাশিত হার জার্মানির (Germany)। পরবর্তী রাউন্ডে ওঠা কিছুটা কঠিন করে দিয়েছে। ইতিমধ্যেই ব্রাজিল (Brazil) ও আর্জেন্টিনা (Argentina) উঠে গিয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালে। বাকি রয়েছে জার্মানি। গ্রুপের শেষ ম্যাচে কোস্টারিকার (Costa Rica) মুখোমুখি টমাস মুলার (Thomas Muller), ম্যানুয়েল নয়াররা। যা পরিস্থিতি তাতে এই ম্যাচে জিততেই হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাতেও স্বস্তি নেই তাকিয়ে থাকতে হবে জাপান বনাম স্পেন ম্যাচের দিকেও।

জাপানের বিরুদ্ধে হারের পর স্পেনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে কোনওমতে নিজেদের টিকিয়ে রেখেছিল জার্মানি। তবে এবার জিততেই হবে। যদিও গ্রুপ ই-র দুটি ম্যাচ শেষ হওয়ার পরেই জানা যাবে তাদের ভাগ্য। সেই ম্যাচে স্পেনকে জিততে হবে জাপানের বিরুদ্ধে। এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

কোন জায়গায় দাড়িয়ে রয়েছে জার্মানি?  
একটা হার আর একটা ড্র নিয়ে মাত্র এক পয়েন্ট পেয়েছে জার্মানরা। ইতিমধ্যেই চার পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। দ্বিতীয় জাপান। তিন নম্বর রয়েছে কোস্টারিকা। আর স্প্লপ;এর শেষে জার্মানি। এমন অবস্থায় জাপান যদি স্পেনের বিরুদ্ধে এই ম্যাচ জিতে যায় তবে তারাই দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলতে জায়গা করে নেবে। বিদায় নিতে হবে জার্মানিকে। আর অন্যদিকে জার্মানিকে জিততেই হবে।

জাপান-স্পেন ম্যাচ ড্র হলে?
যদি জাপান ও স্পেন ম্যাচ ড্র হয়, তবে গোল পার্থক্য হিসেব করা হবে। তবে আরও একটা অঙ্ক রয়েছে। যদি জার্মানি কোস্টারিকাকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারাতে পারে, তবে আর সমস্যা হবে না। অন্য ম্যাচের দিকে তাকাতে হবে না তাদের। সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে চারবারের চ্যাম্পিয়নরা। কোস্টারিকা স্পেনের বিরুদ্ধেও সাত গোল খেয়েছে। অন্যদিকে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের মাটিতেই তাদের ৭-১ গোলে হারানোর রেকর্ড রয়েছে জার্মানদের। তাই কোস্টারিকার বিরুদ্ধে ৮ গোলে জিততেই পারে জার্মানরা।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement