Advertisement

FIFA World Cup 2022: মেসি না রোনাল্ডো, কে এগিয়ে? CR7 বলছেন...

FIFA World Cup 2022: কে এই প্রজন্মের বিশ্বের সেরা ফুটবলার? লিওনেল মেসি (Lionel Messi) না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? এই নিয়ে বহু বছর ধরেই তোলপাড় ফুটবল বিশ্ব। এবার এই বিতর্কে মুখ খুললেন পর্তুগাল তারকা।

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Nov 2022,
  • अपडेटेड 3:56 PM IST
  • কাকে এগিয়ে রাখলেন মেসি?
  • দুই তারকার শেষ বিশ্বকাপ

কে এই প্রজন্মের বিশ্বের সেরা ফুটবলার? লিওনেল মেসি (Lionel Messi) না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? এই নিয়ে বহু বছর ধরেই তোলপাড় ফুটবল বিশ্ব। এবার এই বিতর্কে মুখ খুললেন পর্তুগাল তারকা। বিশ্বকাপে (FIFA World Cup 2022) ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মলনে এই প্রশ্নের উত্তর দিলেন সিআর সেভেন। 

কী বললেন রোনাল্ডো?

আরও পড়ুন

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেকে পিছিয়ে রাখতে নারাজ তারকা ফুটবলার। সরাসরি না বললেও, তিনি বলেন, 'আমি যদি বিশ্বকাপ জিতেও যাই তা হলেও এই বিতর্ক চলতে থাকবে। কেউ কেউ আমাকে খুব ভালবাসে, আবার অনেকে আমায় একটু কম পছন্দ করে। এটাই জীবন। কেউ কেউ সোনালী চুল পছন্দ করে কেউ আবার কালো।'

তিনি আরও বলেন, 'আমাকে অনেক সময় এটা ভাবতে হয়েছে, আগামী পাঁচ বছরের জন্য আমি কী করতে পারি। নিজের জন্য তো বটেই, পরিবার আর ফ্যানদের জন্যও। তবে প্রত্যেকের নিজস্ব মতামত থাকে। আমি তাঁদের সম্মান করি।'

জিততেই এসেছি
কাতার বিশ্বকাপের পর আর এই বড় মঞ্চে দেখা যাবে না রোনাল্ডোকে। তাই জেতা ছাড়া অন্য কিছুই ভাবতে নারাজ রোনাল্ডো। তিনি বলেন, ''আমরা এই বিশ্বকাপ জিততেই এসেছি। আমি কিন্তু আশাবাদী। কিন্তু আপনি যদি আমাকে বলেন আমি আর কোনও টুর্নামেন্টই জিততে পারব না। তবে আমি বলব, যে কটা জিতেছি তাতেই খুশি। আমি আমার কৃতিত্বে খুশি। ইতিহাসের বইয়ে অন্য সব রেকর্ড থাকবে। তবে, কাতারে এই বিশ্বকাপ খারাপ হবে না।"

জীবন দাবার মত
গতকালই সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল লিওনেল মেসির সঙ্গে তাঁর একটি ছবি নিয়ে। তা নিয়ে প্রশ্ন করা হলে রোনাল্ডো বলেব, 'জীবন দাবার মত।' ৬৪ খোপের সেই লড়াইতে কে জিতেছে তা জানা না থাকলেও বিশ্বকাপে মেসিদের টেক্কা দিয়ে বিশ্বকাপ জিততে মরিয়া রোনাল্ডো।        

Advertisement

Read more!
Advertisement
Advertisement