Advertisement

FIFA World Cup 2022: আটকে যাচ্ছে লাইভ স্ট্রিমিং, ক্ষোভ ফ্যানদের ক্ষমা চাইল JIO Cinema

বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরু হতেই জিও সিনেমা (Jio Cinema) নিয়ে বিস্তর অভিযোগ। জিও সিনেমার ‘পারফরম্যান্সে’খুশি নন ভারতের ফুটবলপ্রেমীরা। প্রথম ম্যাচে বারবার লাইভ স্ট্রিমিং আটকে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন ভারতের ফ্যানরা। 

বারবার আটকাচ্ছে লাইভ স্ট্রিমিং বারবার আটকাচ্ছে লাইভ স্ট্রিমিং
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Nov 2022,
  • अपडेटेड 12:40 AM IST
  • খেলা দেখতে সমস্যা হচ্ছে ফ্যানদের
  • ক্ষোভ জিও-র বিরুদ্ধে

বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরু হতেই জিও সিনেমা (Jio Cinema) নিয়ে বিস্তর অভিযোগ। জিও সিনেমার ‘পারফরম্যান্সে’খুশি নন ভারতের ফুটবলপ্রেমীরা। প্রথম ম্যাচে বারবার লাইভ স্ট্রিমিং আটকে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন ভারতের ফ্যানরা। 

বিরক্ত ভারতের ফ্যানরা
রবিবার দুর্দান্ত উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় ম্যাচ। তবে তখন থেকেই শুরু হয় সমস্যা। নেটিজেনদের একজন বলেন, 'এটা কী শুধুই আমাদের (ভারতীয়দের) সঙ্গে হচ্ছে, না কী সকলের ক্ষেত্রেই এমন হচ্ছে। বিশ্বকাপের সময়, ৩০ সেকেন্ডের মধ্যেই বারবার সম্প্রচারে বিঘ্ন ঘটছে। চূড়ান্ত রিরক্তিকর। এটা হতে থাকলে কীভাবে বিশ্বকাপ দেখব?'

আরও পড়ুন

আরও পড়ুন: রেকর্ড ভাঙল ইকুয়েডর, আয়োজক কাতারের বিরুদ্ধে ২-০ গোলে জয়
ক্ষমা চাইল জিও সিনেমা

এই সমস্যার জন্য ক্ষমাও চেয়েছে জিও সিনেমা। ট্যুইটারে পোস্ট করে তাঁরা লিখেছে, 'আমরা লাইভ স্ট্রিমিং আরও ভাল করার চেষ্টা করছি। অ্যাপ আপডেট করুন। আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।'  

           
২-০ গোলে জিতল ইকুয়েডর
বিশ্বকাপের প্রথম ম্যাচে ২-০ গোলে আয়োজক কাতারকে (Qatar) হারাল ইকুয়েডর (Ecuador)। শুরু থেকেই ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করে দক্ষিণ আমেরিকার দল। প্রেসিং ফুটবলে গোল তুলে নেওয়ার চেষ্টা করছিল তাঁরা। তিন মিনিটের মধ্যেই এগিয়ে গিয়েছিল ইকুয়েডর। তবে অফ সাইডের কারণে সেই গোল বাতিল করে দেওয়া হয়। ভিএআর-এর (VAR) সাহায্য নিয়ে গোল বাতিল করা হয়।

যদিও গোল পেতে খুব বেশি দেরি হয়নি ইকুয়েডরের। ১৬ মিনিটে সেই ভ্যালেন্সিয়ার গোলেই এগিয়ে যায় ইকুয়েডর। পেনাল্টি থেকে গোল করেন ইকুয়েডরের অধিনায়ক। তাঁকে পেনাল্টি বক্সের মধ্যে ফেলে দেন কাতার গোলরক্ষক সাদ আল সীব। হলুদ কার্ডও দেখেতে হয় তাঁকে। স্পট কিক থেকে কাতার বিশ্বকাপের প্রথম গোল করতে ভুল করেননি ইকুয়েডর স্ট্রাইকার।

Advertisement

৩১ মিনিটে দ্বিতীয় গোল সেই ভ্যালেন্সিয়ার। এব্র যদিও ওপেন প্লে থেকে। ডানদিক থেকে রাইটব্যাক অ্যাঞ্জেলো প্রেসিয়াদোর ক্রস থেকে বিনা বাধায় হেড করে যান ভ্যালেন্সিয়া।
   

Read more!
Advertisement
Advertisement