Advertisement

FIFA World Cup 2022 Netherlands vs USA Match Update: USA-কে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

FIFA World Cup 2022: দারুণ ছন্দে রয়েছে আমেরিকা। তরুণ দল দারুণ খেলছে। তবে তাদের সামনে এবার অভিজ্ঞ নেদারল্যান্ডস। জিততে পারলে আবারও অঘটন ঘটাবে আমেরিকা।

এগিয়ে গেল নেদারল্যান্ডস
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Dec 2022,
  • अपडेटेड 10:29 PM IST
  • কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
  • বিদায় নিল আমেরিকা

গ্রুপ পর্যায়ের খেলা শেষে এবার শুরু হচ্ছে নক আউটের খেলা। প্রথম ম্যাচে মুখোমুখি আমেরিকা ও নেদারল্যান্ডস। জিতে পরের রাউন্ডে কারা যাবে সেটাই এখন দেখার। 

জিতে গেল নেদারল্যান্ডস

আমেরিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ডাচরা। দারুণ লড়াই করলেও বিদায় নিতে হল আমেরিকাকে। 

গত দুই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস

দারুণ ভাবে বিশ্ব ফুটবলের আঙিনায় ফিরে এল ডাচরা। এই ম্যাচ জিততে পারলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে তারা। গত দুই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। প্রি কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে এগিয়ে তারা। 

৬ মিনিট অ্যাডেড টাইম

দুই গোল শোধ করতে হবে আমেরিকাকে। বিরাট চাপে তারা। কোয়ার্টার ফাইনালে যাওয়ার থেকে মাত্র কয়েকধাপ দূরে নেদারল্যান্ডস। 

আবার গোল

গোল করে ফের এগিয়ে গেল নেদারল্যান্ডস। ডেঞ্জেল ডামফ্রিসের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ডাচরা। তিনি ডেলি ব্লাইন্ডের ক্রস থেকে দ্বিতীয় পোস্টে দাঁড়িয়ে বল গোলে ঠেলে দেন। 

সহজ সুযোগ নষ্ট মেমফিস ডিপের

শট বাইরে মারলেন ডিপে। দারুণ সুযোগ নষ্ট কতল নেদারল্যান্ডস। 

ব্যবধান কমিয়ে ফেলল আমেরিকা

সুপার সাব হাজি রাইট। গোল করে ব্যবধান কমিয়ে দিলেন তিনি। জমে গেল ম্যাচ। পুলিসিচের কাছ থেকে লো ক্রস আসে পিছনের পায়ে রাইটের কাছাকাছি চলে যায় এবং পিছনের পোস্টে লব করে গোল করেন তিনি। 

আমেরিকাকে রক্ষা করছেন গোলরক্ষক

আক্রমণে ঝড় তুলে ব্যবধান বাড়ানোর চেষ্টায় নেদারল্যান্ডস। একের পর এক আক্রমণ একাই রুখলেন ম্যাট টার্নার। আমেরিকার আশা জাগিয়ে রাখছেন তিনি। 

দ্বিতীয়ার্ধে দারুণ ফুটবল খেলছে আমেরিকা

ফিরে আসার লড়াই চালাচ্ছে আমেরিকা। বারে বারে আক্তমণে এলেও গোল করতে পারছে না তারা। জমাট ডাচ রক্ষণ। 

Advertisement

প্রথমার্ধ শেষ

২-০ গোলে এগিয়ে গেল ডাচরা। ডেলি ব্লাইন্ডের গোলে ফের এগিয়ে গেল নেদারল্যান্ডস। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল করে গেলেন তিনি। ডেঞ্জেল ডামফ্রিসের ক্রস ধরে গোল করে গেলেন ব্লাইন্ড। 

দারুণ শট দেস্তের

সাজিনিও দেস্তের শত দারুণ ভাবে সেভ করলেন নেদারল্যান্ডস গোলরক্ষক আন্দ্রিস নপার্ট। পাঞ্চ করে সেভ করলেন তিনি। 

২৫ মিনিট অতিক্রান্ত

সুযোগ খুঁজছে আমেরিকা। তবে এখনও অ্যাটাকিং থার্ডে ঢুকতে সক্ষম হয়নি। অন্যদিকে, নেদারল্যান্ডস মিডফিল্ড মেমফিস ডেপে এবং গ্যাকপোর নেতৃত্ব গোল সংখ্যা বাড়ানোর সুযোগ খুঁজছে। 
 

আক্রমণ করছে আমেরিকা

সমতা ফেরানোর চেষ্টায় আমেরিকা। জমাট রক্ষণ নেদারল্যান্ডসের

গোল করে ফেলল নেদারল্যান্ডস

গোল করে এগিয়ে গেল নেদারল্যান্ডস। আমেরিকার বিরুদ্ধে শুরুতেই ১-০ গোলে এগিয়ে গেল ডাচরা। ডামফ্রিজের ডান দিক থেকে একটি দুর্দান্ত বল দেন। গোলের মুখে মেমফিস ডিপে, বক্সের মধ্যে ছুটে এসে তা জালে জড়িয়ে দেন। চমৎকার ফিনিশিং, মার্কিন গোলরক্ষককে আটকানোর কোন সুযোগ ছিল না। ফিরতে পারবে আমেরিকা?  

দারুণ শুরু করল আমেরিকা

শুরুতেই আক্রমণ তুলে আনছে আমেরিকা। পুলিসিচের শট সেভ করলেন আন্দ্রিস নপার্ট। গোল করতে পারবে আমেরিকা? 

শুরু হয়ে গেল ম্যাচ

আক্রমণ করছে নেদারল্যান্ডস। দ্রুত গোল তুলে নিতে হবে তাদের। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement