Advertisement

Cristiano Ronaldo: কোচের সঙ্গে তীব্র মনোমালিন্য, সুইৎজারল্যান্ড ম্যাচে খেলবেন না রোনাল্ডো?

খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? একের পর এক বিতর্কে জর্জরিত পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) কোচ এরিক টেন হ্যাগের (Erik Ten Hag) সঙ্গে মনোমালিন্যের জেরে তাঁকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে হয়েছে। আর এবার জাতীয় দলেও বিতর্কে তিনি।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Dec 2022,
  • अपडेटेड 6:26 PM IST
  • কোচের সিদ্ধান্ত মানতে পারেননি রোনাল্ডো
  • অসন্তোষ প্রকাশ করেন ফার্নান্দো স্যান্টোস

কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022)  শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে সুইৎজারল্যান্ড (Portugal vs Switzerland)। পর্তুগাল তাদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-২ গোলে হেরে গিয়েছে। তবে এই ম্যাচে কী খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? একের পর এক বিতর্কে জর্জরিত পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) কোচ এরিক টেন হ্যাগের (Erik Ten Hag) সঙ্গে মনোমালিন্যের জেরে তাঁকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে হয়েছে। আর এবার জাতীয় দলেও বিতর্কে তিনি।

পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস তাঁকে ৯০ মিনিট মাঠে রাখছেন না। কারণ, শেষ  বিশ্বকাপে খেলতে নেমে নিজের সেরা ছন্দে নেই সিআর সেভেন। এখনও পর্যন্ত একটি মাত্র গোল করতে পেরেছেন তিনি। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে পর্তুগাল দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরে যায়। সেই ম্যাচে রোনাল্ডোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ফার্নান্দো স্যান্টোস। তবে কোচের এই সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারেননি রোনাল্ডো। বিরক্তি প্রকাশ করেন তিনি। এতেই চটে গিয়েছেন পর্তুগাল কোচ।

আরও পড়ুন

খেলবেন রোনাল্ডো?
শেষ ষোলর ম্যাচ। সেখানে রোনাল্ডোকে ছাড়া নামার সাহস দেখাতে পারবেন পর্তুগাল কোচ? সেটাই এখন দেখার। সিআর সেভেনকে না রেখে দল গড়লে সমস্যা পড়তে হতে পারে তাদের। আর তা হলে সমালোচনা শুনতে হবে কোচকে। শেষ হয়ে যেতে পারে বিশ্বকাপ জয়ের স্বপ্নও। তবে রোনাল্ডোর  অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতে পারে। বুধবারের ম্যাচের দল নিয়ে স্যান্টোস বলেন, 'মাঠে পৌঁছে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব।'  

ফিফা বিশ্বকাপ ২০২২ এর আজকের ম্যাচগুলি
• রাত ৮.৩০ মরক্কো বনাম স্পেন
• পর্তুগাল বনাম সুইজারল্যান্ড রাত ১২.৩০ 

Advertisement

কোয়ার্টার ফাইনালের সময়সূচী 
• ৯ ডিসেম্বর - ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া, রাত ৮.৩০
• ১০ ডিসেম্বর - নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা, রাত ১২.৩০ 
• ১০ ডিসেম্বর - T/C, রাত ৮.৩০  
• ১১ ডিসেম্বর - ইংল্যান্ড বনাম ফ্রান্স রাত ১২.৩০  

Read more!
Advertisement
Advertisement