Advertisement

FIFA World Cup: FIFA বিশ্বকাপে এশিয়ার ৮ দেশ, ভারত কীভাবে সুযোগ পেতে পারে?

এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা এএফসির অধীনে মোট ৪৭টি দেশ রয়েছে। ভারত তাদের মধ্যে ১৭ নম্বরে। যোগ্যতা অর্জনের প্রথম রাউন্ডে র‌্যাঙ্কিংয়ের ২৬ থেকে ৪৭-এর মধ্যে থাকা দেশগুলি খেলবে। সেখান থেকে ১১টি দল যাবে পরের রাউন্ডে। তারা আবার র‌্যাঙ্কিংয়ে প্রথম ২৫-এর মধ্যে থাকা দলগুলির সঙ্গে খেলবে। ৩৬টি দেশকে নয়টি গ্রুপে ভাগ করা হবে। 

ফিফা বিশ্বকাপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2022,
  • अपडेटेड 3:42 PM IST
  • বিশ্বকাপে সুযোগ পেতে পারে ভারত
  • এশিয়া থেকে খেলবে আটটি দেশ

এই বছরেই কাতারে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। এতদিন ফুটবল বিশ্বকাপে খেলতে দেখা যেত ৩২টি দলকে। তবে কাতার বিশ্বকাপের পর অর্থাৎ ২০২৬ বিশ্বকাপ থেকে ৪৮টি দেশ অংশ নেবে। ফলে সুনীল ছেত্রীদের বিশ্বকাপ খেলার স্বপ্ন সত্যি হতে পারে। তবে সে ক্ষেত্রে অনেক কঠিন বাধা পেরতে হবে ভারতীয় ফুটবল দলকে। এতদিন এশিয়া থেকে চারটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত। তবে এবার এই সংখ্যা বেড়ে হবে আট। প্লে অফে জিতলে সেই সংখ্যা নয় হতে পারে। 

এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা এএফসির অধীনে মোট ৪৭টি দেশ রয়েছে। ভারত তাদের মধ্যে ১৭ নম্বরে। যোগ্যতা অর্জনের প্রথম রাউন্ডে র‌্যাঙ্কিংয়ের ২৬ থেকে ৪৭-এর মধ্যে থাকা দেশগুলি খেলবে। সেখান থেকে ১১টি দল যাবে পরের রাউন্ডে। তারা আবার র‌্যাঙ্কিংয়ে প্রথম ২৫-এর মধ্যে থাকা দলগুলির সঙ্গে খেলবে। ৩৬টি দেশকে নয়টি গ্রুপে ভাগ করা হবে। 

আরও পড়ুন: দ্রুত নির্বাচন করতে হবে, AIFF-কে নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রত্যেক গ্রুপে থাকা চারটি দেশ একে অপরের বিরুদ্ধে খেলবে। রাউন্ড রবিন লিগ খেলার পর প্রতিটি গ্রুপ থেকেই দু'টি দেশ যাবে তৃতীয় রাউন্ডে। ১৮টি দেশকে তিনটি গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে থাকবে ৬টি করে দেশ। প্রতেকেই প্রত্যেকের বিরুদ্ধে খেলবে। প্রত্যেক গ্রুপের প্রথম দুই দল সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। অর্থাৎ মোট ৬টি দেশ সরাসরি বিশ্বকাপে চলে যাচ্ছে। 

আরও পড়ুন: সবচেয়ে প্রিয় বন্ধুকে হারিয়েই পদক, কেঁদে ফেললেন বাংলার সৌরভ

বাকি থাকছে আরও দুটি জায়গা। আগের রাউন্ডে তিন গ্রুপের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলি ফের প্লে অফ খেলবে। তিন গ্রুপের ছয়টি দেশকে দুই গ্রুপে ভাগ করা হবে। শীর্ষে থাকা দুই দেশ সরাসরি বিশ্বকাপে যাবে। আর রানার্স দুই দেশ একে অপরের বিরুদ্ধে খেলবে। জয়ী দল বিশ্বকাপে যাবে। তবে এই ম্যাচে হারলেও সুযোগ থাকছে। অন্য মহাদেশের একটি দলকে হারিয়ে বিশ্বকাপে যেতে পারবে সেই দেশ।

Advertisement

আরও পড়ুন: আরও একটা সোনা আসছিল ভারতের, শেষ মুহূর্তে কেন ব্রোঞ্জ লভপ্রীতের?
  
এখনও অবধি প্রথম ২৫-এই রয়েছেন সুনীল-মনবীররা। ফলে এই রাউন্ড রবিন লিগের বাধা টপকে যেতে পারলেই মিলবে বিশ্বকাপের টিকিট। প্রত্যেক ভারতবাসীর স্বপ্ন সত্যি করার রাস্তা অনেকটাই সহজ করে দিল ফিফা। আরও বেশি করে ফুটবলের প্রতি সকলকে আকৃষ্ট করতে এমন পদক্ষেপ নিল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। তবে তার জন্য ভারতকে প্রথম ২৫-এর মধ্যে থাকতে হবে।        

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement