এই বছরেই ভারতে বিশ্বকাপ হতে চলেছে। ১০ বছর পর ফের বিশ্বসেরা হওয়ার সুযোগ থাকছে রোহিত শর্মাদের (Rohit Sharma) সামনে। এইবারে ভারতের জয়ের সম্ভবনা প্রবল বলে মত ভারতের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। পাশাপাশি টিম ইন্ডিয়ার (Team India) জন্য টিপসও দিয়েছেন সৌরভ।
ভারতীয় দল একেবারেই দুর্বল নয়, এমনটাই মত ভারতের প্রাক্তন অধিনায়কের। তিনি বলেন,'ভারতীয় দলে প্রচুর প্রতিভা রয়েছে। তাই টিম ইন্ডিয়া কখনোই দুর্বল হতে পারে না। আমি চাই রাহুল দ্রাবিড় (Rahul Dravid), রোহিত শর্মা ও নির্বাচকরা বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকুক।' পাশাপাশি তিনি মনে করেন, বিশ্বকাপে খেলতে নামার আগে, পুরনো কোনও কথাই মনে রাখা উচিত নয় ভারতীয় দলের ক্রিকেটারদের।
বিশ্বকাপের মঞ্চে ভয়ডরহীন ক্রিকেট খেলা উচিত ভারতের। সৌরভ বলেন, 'বিশ্বকাপের আগে কোন সিরিজ জিতল, কোন ম্যাচে ভারত ব্যর্থ হল তা না ভেবেই খেলতে নামা উচিত। মনে রাখতে হবে, যে দলে শুভমান গিল (Subhman Gill), রোহিত শর্মা, বিরাট কোহলি (Virat Kohli), সূর্যকুমার যাদব (Suryekumar Yadav), হার্দিক পান্ডিয়া (Hadik Pandya), জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah), মহম্মদ শামি (Mohammed Shami) এবং রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মতো খেলোয়াড় রয়েছে তারা কখনোই দুর্বল হতে পারে না।'
টিম ইন্ডিয়া ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। টিম ইন্ডিয়া প্রথমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ও পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এগিয়ে চলেছে। এমন পরিস্থিতিতে সমর্থকদের চোখ থাকবে ওয়ানডে বিশ্বকাপের ট্রফির দিকে।
জাসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা চোট থেকে সেরে উঠছেন, যার মানে বিশ্বকাপের আগেই তাঁরা পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন। অন্যদিকে, ঋষভ পন্তকে নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, কারণ গাড়ি দুর্ঘটনার পর তিনি কত মাস ক্রিকেট থেকে দূরে থাকবেন তা এখনও স্পষ্ট নয়।