Advertisement

CFL 2023: রেফারি নিগ্রহ, ১ বছরের জন্য সাসপেন্ড ইস্টবেঙ্গলের প্রাক্তন ক্যাপ্টেন

এক বছরের জন্য নির্বাসিত প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ। রেফারিকে নিগ্রহ করায়, বড় শাস্তির মুখে পড়তে হল ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারকে। শুধু তাই নয়, এক লক্ষ টাকা জরিমানাও দিতে হবে তাঁকে।

দেবজিৎ ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Aug 2023,
  • अपडेटेड 5:07 PM IST

এক বছরের জন্য নির্বাসিত প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ। রেফারিকে নিগ্রহ করায়, বড় শাস্তির মুখে পড়তে হল ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারকে। শুধু তাই নয়, এক লক্ষ টাকা জরিমানাও দিতে হবে তাঁকে।


গত মাসে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলায় পুলিশ এসির বিরুদ্ধে রেফারিকে গালাগাল এবং ম্যাচ কমিশনার সুব্রত সাহাকে গলা ধাক্কা দেওয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় এই শাস্তি পেতে হল রেনবোর টেকনিক্যাল ডিরেক্টরকে। বৃহস্পতিবার আইএফএ-এর শৃঙ্খলারক্ষা কমিটি দেবজিৎ ঘোষকে এই শাস্তি দিয়েছে। এই শাস্তি ঘোষণার সময় আইএফএ-এর পক্ষ থেকে জানানো হয়, দেবজিৎ যদি এক লক্ষ টাকা জরিমানা না দেন তাহলে নির্বাসনের মেয়াদ বেড়ে সেটা দুই বছর হবে।ভারতের প্রাক্তন ফুটবলার ও রেনবোর কোচ দেবজিৎ ঘোষের রেফারি নিগ্রহর ঘটনার পর বাংলার ফুটবল মহলে নিন্দার ঝড় ওঠে। 


সোস্যাল মিডিয়ার মাধ্যোমে দেবজিতের কড়া শাস্তির দাবি জানান ফুটবল মহল। দেবজিতের রেফারি নিগ্রহের ভিডিও ক্লিপিং সহ রিপোর্ট আইএফএতে জমা দিয়েছিল কলকাতা রেফারি সংস্থা। এদিন আইএফএ-এর শৃংখলারক্ষা কমিটির সামনে এসে নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চান দেবজিৎ। তাতেও তাঁর মুক্তি মেলেনি। তার জঘন্যি আচরণের জন্যভ কড়া হাতেই শাস্তি দিল আইএফএ।


এই ঘটনার পর যদিও দেবজিতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনায় এমন শাস্তি দিয়ে নজির সৃষ্টি করল আইএফএ। এর আগে বিভিন্ন সময়, কলকাতা ময়দানে রেফারি নিগ্রহের অভিযোগ সামনে এসেছে। দেবজিত সাধারণ সমর্থকদের মধ্যে বেশ পরিচিত এক নাম। নিজে দারুণ খেলতেন শুধু নয়, এখন টেলিভিশনে ধারাভাষ্যও দিতে দেখা যায় তাঁকে। তাঁর বিশ্লেষণ প্রচুর সমর্থক শুনতে চান। এমন অবস্থায় এই ঝামেলার ঘটনায় তাঁর জড়িয়ে পড়া আলোড়ন সৃষ্টি করেছে কলকাতা ময়দানে। সমর্থকদের একাংশ দ্বিধা বিভক্ত। অনেকেই আবার প্রশ্ন তুলছেন রেফারিং-এর মান নিয়ে। তবে সকলেই এক বাক্যে শিকার করছেন, এভাবে রেফারির ওপর চড়াও হয়ে ভুল করেছেন দেবজিত। 
 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement