Advertisement

PBKS vs LSG, IPL 2022: শেষ বলে ৬ মেরে পঞ্জাবকে জেতালেন তেওয়াটিয়া, ৬ উইকেটে জয় LSG-র

৮৬ রানে তিন উইকেট হারায় পঞ্জাব। দর্শন নালকান্ডে পরপর দুই বলে দুই উইকেট নেন। ১১ বলে ২৩ রানে আউট হন জিতেশ শর্মা। প্রথম বলেই ফেরেন ওডেন স্মিথ। দারুণ ব্যাট করেন লিয়াম লিভিংস্টোন। মাত্র ২৭ বলে ৬৪ রান করেছেন তিনি। রাশিদ খানের বলে আউট হন তিনি। 

রাহুল তেওয়াটিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2022,
  • अपडेटेड 11:34 PM IST
  • সেঞ্চুরি মিস করলেন গিল
  • ৬ উইকেটে জিতল গুজরাত
  • একটাও ম্যাচ হারেনি গুজরাত

টসে জিতে পঞ্জাব কিংসকে শুরুতে ব্যাট করতে পাঠান গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুরুতেই মায়াঙ্ক আগারওয়ালের উইকেট হারায় পঞ্জাব। নয় বলে ৫ রান করে হার্দিকের বলে আউট হন তিনি। জনি বেয়ারস্টো আট বলে আট রান করে লকি ফার্গুসনের বলে আউট হন।  শিখর ধাওয়ান ৩০ বলে ৩৫ রান করে আউট হন।

৮৬ রানে তিন উইকেট হারায় পঞ্জাব। দর্শন নালকান্ডে পরপর দুই বলে দুই উইকেট নেন। ১১ বলে ২৩ রানে আউট হন জিতেশ শর্মা। প্রথম বলেই ফেরেন ওডেন স্মিথ। দারুণ ব্যাট করেন লিয়াম লিভিংস্টোন। মাত্র ২৭ বলে ৬৪ রান করেছেন তিনি। রাশিদ খানের বলে আউট হন তিনি। 

আরও পড়ুন:  ইংল্যান্ড সফরে প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতরা, দেখুন সূচী

আরও পড়ুন:  SRH-এ যোগ দিলেন কার্তিক, ডেল স্টেইন কী পরামর্শ দিলেন?

চার ওভারে ৩৭ রান দিয়ে তিন উইকেট তুলে নেন রাশিদ খান। মহম্মদ শামি চার ওভারে ৩৬ রানে এক উইকেট নেন। তবে রাহুল তেওয়াটিয়া এক ওভার বল করে ২৪ রান খেলেও উইকেট নিতে পারেননি। ফার্গুসন চার ওভারে ৩৩ রান দিয়ে ১ নেন। দুটি উইকেট নেন নালকান্ডে। ৩ ওভারে ৩৭ রান দেন। 

জবাবে ব্যাট করতে নেমে ৩২ রানে ওয়েডের উইকেট হারায় গুজরাত। তবে দারুণ ব্যাট করেন শুভমন গিল। মাত্র ৫৯ বলে ৯৬ রান করে আউট হন তিনি। সাই সুন্দ৩০ বিওলে ৩৫ রান করে আউট হন। ১৮ বলে ২৭ রান করে শেষ ওভারে রান আউট হন হার্দিক পান্ডিয়া। শেষ দুই বলে দরকার ছিল ১২ রান। দুই বলে দুটি ছয় মেরে দলকে জয় এনে দেন রাহুল তেওয়াটিয়া। ছয় উইকেটে ম্যাচ যেতে গুজরাত।     

Advertisement

       

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement