Advertisement

Team India: 'টেস্ট খেলতে পারবে না...' ভারতীয় দলের কাকে নিয়ে এমন বললেন রবি শাস্ত্রী

হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) কোনওদিনই টেস্ট দলে সুযোগ পাবেন না। এমনটাই পরিস্কারভাবে জানিয়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হারের পর সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ভারতীয় টেস্ট দলে ফেরা উচিত হার্দিকের। 

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jun 2023,
  • अपडेटेड 4:47 PM IST
  • ভারতীয় দলের প্রাক্তন কোচের ভবিষ্যৎবানী
  • ভারতীয় দলে জায়গা হবে না হার্দিকের

হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) কোনওদিনই টেস্ট দলে সুযোগ পাবেন না। এমনটাই পরিস্কারভাবে জানিয়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হারের পর সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ভারতীয় টেস্ট দলে ফেরা উচিত হার্দিকের। 


চোট সারিয়ে দুরন্ত প্রত্যা্বর্তন করেছেন হার্দিক পান্ডিয়া। একদিনের ক্রিকেট এবং টি-২০ ক্রিকেটে দুরন্ত কামব্যােক করার পাশাপাশি, আইপিএল-এ গুজরাত টাইটান্সের অধিনায়ক পরপর দুইবার তাঁর দলকে ফাইনালে তুলেছেন। গতবছর চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত। তবে এবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে ভারতীয় দলের ক্রিকেটারকে। তবে টেস্ট ক্রিকেটে এখন আর দেখা যায়নি হার্দিককে। তিনি ছিলেন না বিশ্ব টেস্ট চ্যা্ম্পিয়নশিপের ফাইনালেও। এমনকি সদ্যা প্রকাশিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলেও নেই। বিসিসিআই সূত্রে খবর হার্দিক নিজেই নাকি খেলতে চান না টেস্ট ক্রিকেটে। আর এই নিয়ে এ বার বড় মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, হার্দিক আর কোনদিনই টেস্ট খেলতে পারবেন না। 

এক সাক্ষাৎকারে ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, ‘টেস্ট ক্রিকেটের ধকল নিতে পারবে না হার্দিকের শরীর। এটা স্পষ্ট জেনে রাখা ভাল। ওর যে চোট ছিল। দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে। সেখান থেকে ফিরে টেস্ট খেলা কঠিন। হার্দিক নিজেও সেটা জানে। তাই টেস্ট থেকে দূরে থাকছে। আর কোনও দিন ও টেস্ট খেলতে পারবে না।‘ 

হার্দিক পান্ডিয়া

এরপরই শাস্ত্রী আরও বলেন, ’একদিনের বিশ্বকাপের পরে যদি হার্দিক ফিট থাকে তা হলে ওকে সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব দিয়ে দেওয়া উচিত। টি-২০-তে ও পরীক্ষিত। একদিনের ক্রিকেটেও হার্দিকের সমস্যা হবে না।‘ এরপর ভারতীয় দলের ক্যাপ্টেন কে হবেন তা নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। একাধিক বড় ক্রিকেটার চোটে আক্রান্ত। সেই তালিকায় যেমন রয়েছেন ঋষভ পন্ত, শ্রেয়াস আইয়ারের মতো তারকা ক্রিকেটাররা। তবে হার্দিক যদি নিয়মিত খেলতে পারেন, তবে তাঁকে ক্যাপ্টেন হিসেবে ভাবা যেতে পারে।

Advertisement


টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কা রাহানে (ভিসি), কেএস ভারত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আর অশ্বিন, আর জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল মো. সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।
 

ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (ভিসি), শার্দুল ঠাকুর, আর জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মো. সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।
 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement