Advertisement

Hardik Pandya: হার্দিক-নাতাশা সম্পর্কে ফাটল? সোশ্যাল মিডিয়ায় ছবি ডিলিট-মাঠেও দেখা গেল না

মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ক্যাপ্টেন হিসেবে যোগ দেওয়ার পর থেকেই ট্রোলিং-এর শিকার হতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও দানা বেঁধেছে রহস্য। ভারতীয় দলের (Team India) অলরাউন্ডারকে ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। তাঁর সঙ্গে রাশিয়ান স্ত্রী নাতাশা স্তানকোভিচের (Natasa Stankovic) সম্পর্কে ফাটল ধরেছে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে দুই জনেই আলাদা থাকছেন। সোশ্যাল মিডিয়ায় দুই জনেই দু'জনের ঘনিষ্ট মুহূর্তের নানা ছবিও ডিলিট করে দিয়েছেন। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2024,
  • अपडेटेड 4:10 PM IST

মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ক্যাপ্টেন হিসেবে যোগ দেওয়ার পর থেকেই ট্রোলিং-এর শিকার হতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও দানা বেঁধেছে রহস্য। ভারতীয় দলের (Team India) অলরাউন্ডারকে ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। তাঁর সঙ্গে রাশিয়ান স্ত্রী নাতাশা স্তানকোভিচের (Natasa Stankovic) সম্পর্কে ফাটল ধরেছে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে দুই জনেই আলাদা থাকছেন। সোশ্যাল মিডিয়ায় দুই জনেই দু'জনের ঘনিষ্ট মুহূর্তের নানা ছবিও ডিলিট করে দিয়েছেন। 

মুম্বইয়ের ম্যাচে দেখা যায়নি নাতাশাকে
এ বারের আইপিএলে (IPL 2024) একবারও মাঠে দেখা যায়নি নাতাশাকে। হার্দিক মুম্বইয়ের নতুন ক্যাপ্টেন। তবে পাঁচবারের চ্যাম্পিয়নরা এবারে প্লে অফে যেতে পারেনি। হার্দিক নিজেও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার পরও নাতাশা কেন মাঠে আসছিলেন না, তা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক থাকার সময় প্রতি ম্যাচেই হার্দিকের পাশে দেখা যেত নাতাশাকে। তবে এবার আর মাঠে আসেননি হার্দিক পত্নি। এর মধ্যেই এই খবর প্রকাশ্যে এসেছে। 

স্ত্রীর জন্মদিনে কোনও পোস্ট করেননি হার্দিক
৪ মার্চ ছিল নাতাশার জন্মদিন। হার্দিককে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। তখন থেকেই গুঞ্জন ছিল। তাই এখন বেড়েছে। নাতাশা আবার তাঁর ইন্সটাগ্রাম বায়ো থেকে পান্ডিয়া পদবী মুছে ফেলেছেন। হার্দিকের সঙ্গে তাঁর অধিকাংশ ছবিও ডিলিট করে দিয়েছেন। সব মিলিয়ে সত্যিই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন হার্দিক। সেখান থেকে বেরিয়ে আসতে হলে বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) দুরন্ত পারফর্ম করতে হবে হার্দিককে। একদিনের বিশ্বকাপের পর চোটের জন্য আর ম্যাচ খেলেতে পারেননি হার্দিক। আইপিএল-এ ক্রিকেটে ফেরেন ভারতের অলরাউন্ডার। তবে সেটাও খুব সুখকর হল না। এবার টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। সেখানে নিজেকে প্রমাণ করতে হবে।       

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement