Advertisement

Hardik Pandya: 'আমরা এখন একা...' বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট হার্দিকের

আইপিএল-এ পান্ডিয়া দারুণ ক্রিকেট খেলেছেন। আইপিএল-এ ৯২টি ম্যাচ খেলেছেন তিনি। ডানহাতি ব্যাটার এখনও পর্যন্ত আইপিএলে ১৪৭৬ রান করেছেন। গড় ২৭.৩৩ এবং স্ট্রাইক রেট ১৫৩.৯১। মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে আইপিএল-এ ৪২ টি উইকেটও রয়েছে তাঁর।

হার্দিক পান্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2022,
  • अपडेटेड 4:11 PM IST

ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করলেন গুজরাট টাইটানস (Gujarat Titans) অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের এই অল রাউন্ডার। সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গান বাজছে 'হাম আকেলে হাম'। প্রয়াত বাবার সঙ্গে দেখা করার একটি পুরনো ভিডিও পোস্ট করেছেন হার্দিক। তাঁর বাবা হিমাংশু পান্ডিয়া গত বছরের জানুয়ারিতে প্রয়াত হন। ভিডিওতে দেখা যাচ্ছে হার্দিক তাঁর বাবাকে সারপ্রাইজ দিচ্ছেন। বাবাকে ভীষন মিস করছেন গুজরাট অধিনায়ক। সেই কথা ভিডিওর ক্যাপশনেও ফের লিখেছেন হার্দিক। হার্দিক এই পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'আমিও যদি বাবার মতো এমন সারপ্রাইজ পেতাম। আমি সব সময় তোমার শূন্যতা অনুভব করি। তুমি উপর থেকে হাসতে থাকো।'

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022) ২০২২ এর আগে, হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। ১৫ কোটি টাকা পাবেন পান্ডিয়া। এই অলরাউন্ডারকে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আইপিএল ২০২১ শেষ হওয়ার পরে ছেড়ে দিয়েছে।  এরপর মেগা নিলামের আগে গুজরাট টাইটান্স এই খেলোয়াড়কে সই করে।

আইপিএল-এ পান্ডিয়া দারুণ ক্রিকেট খেলেছেন। আইপিএল-এ ৯২টি ম্যাচ খেলেছেন তিনি। ডানহাতি ব্যাটার এখনও পর্যন্ত আইপিএলে ১৪৭৬ রান করেছেন। গড় ২৭.৩৩ এবং স্ট্রাইক রেট ১৫৩.৯১। মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে আইপিএল-এ ৪২ টি উইকেটও রয়েছে তাঁর। 

আরও পড়ুন: নিলামের পর দল নিয়ে ক্ষুব্ধ কাটিচ, পদ ছাড়লেন হায়দরাবাদের সহকারী কোচ!

আরও পড়ুন: বুমরার রেকর্ড ভাঙার সুযোগ, দু'টি উইকেট দরকার চাহালের

২৮ বছর বয়সী হার্দিক এখন পর্যন্ত ভারতের হয়ে ১১টি টেস্ট, ৬৩টি একদিনের ম্যাচ এবং ৫৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।  ১১ টি টেস্টে ৫৩২ রান করেছেন হার্দিক। একদিনের ম্যাচে মোট ১২৮৬ রান করেছেন তিনি। টি২০ আন্তর্জাতিকে ৫৫৩ রান করেছেন হার্দিক। ২০২১ সালের টি২০ বিশ্বকাপে শেষবার ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন হার্দিক। তবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে সুপার ১২ থেকে বিদায় নেয় বিরাট কোহলির ভারত। তবে পিঠের ব্যথা নিয়ে সমস্যায় রয়েছেন হার্দিক। অস্ত্রোপচার হলেও বল করতে দেখা যায়নি তাঁকে। ফলে অলরাউন্ডার হিসেবে হার্দিককে এবারের আইপিএল-এ দেখতে পাওয়া যায় কি না তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।    

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement