Advertisement

India vs Australia Prime Minister's XI Harshit Rana: গোলাপী বলে দুরন্ত ছন্দে হর্ষিত, ৬ বলে ৪ উইকেট; দেখুন VIRAL VIDEO

এক ওভারে চার চারটে উইকেট। গোলাপি বলে অস্ট্রেলিয়ার আগুন ঝরাচ্ছেন হর্ষিত রানা (Harshit Rana)। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টের আগে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল (Team India)। আর সেখানেই ৬টি ডেলিভারির মধ্যে ৪টি উইকেট তুলে নেন নাইট তরুণ পেসার।

ভারতের তারকা পেসার হর্ষিত রানা
Aajtak Bangla
  • ক্যানবেরা,
  • 01 Dec 2024,
  • अपडेटेड 12:44 PM IST

এক ওভারে চার চারটে উইকেট। গোলাপি বলে অস্ট্রেলিয়ার আগুন ঝরাচ্ছেন হর্ষিত রানা (Harshit Rana)। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টের আগে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল (Team India)। আর সেখানেই ৬টি ডেলিভারির মধ্যে ৪টি উইকেট তুলে নেন নাইট তরুণ পেসার।

ক্যানবেরায় অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশকে ব্যাট করতে পাঠান রোহিত। মহম্মদ সিরাজ, হর্ষিত রানাদের তাই প্রথমেই পড়তে হয়েছে পরীক্ষার মুখে। শুরুর দিকে রেনশকে ফেরান সিরাজ। এরপর বৃষ্টির কারণে খানিকক্ষণ ম্যাচ বন্ধ থাকে। খেলা শুরু হওয়ার পর আর একটি উইকেট তুলে নেন আকাশ দীপ। এরপর জ্যাক ক্লেটন ও স্যাম কন্টাস জুটি বাঁধেন। ২৩তম ওভারে এরপর ধাক্কা দেন হর্ষিত রানা। 

৪ ওভারে ৩৫ রান হজম করার পর উইকেটের দেখা পান নাইট তরুণ তুর্কি। ২৩তম ওভারের চতুর্থ বলে জ্যাক ক্লেটনকে (৪০) ফেরান রানা। ওভারের শেষ বলে ওলি ডেভিসকে শূন্য ফেরান রানা। এরপর ২৫তম ওভারের প্রথম ও তৃতীয় বলে ক্যাপ্টেন জ্যাক এডওয়ার্ডস ও স্যাম হার্পারের উইকেট তুলে নেন হর্ষিত। সেই দিক থেকে দেখতে হলে ৬টি ডেলিভারির মধ্যে ৪ উইকেট ঝুলিতে ভরেন ডান হাতি বোলার রানা। প্রথমেই ১০০ রানের পার্টনারশিপ ভেঙে দেন রানা। ক্লেটনকে আউট করেন ভেতরের দিকে ঢুকে আসা দারুণ ইনস্যুইং-এ। টাইমিং-এ ভুল করায় বোল্ড হন অজি ব্যাটার। এরপর ডেভিসকেও ফুল বলে বোল্ড করেন তিনি। এক ওভারেই তুলে নেন এই দুই উইকেট। 

পারথ টেস্টেও দারুণ ছন্দে দেখা গিয়েছিল তরুণ এই পেসারকে। ভারতের রেকর্ড ব্যবধানে জয়ের পেছনে বিরাট অবদান ছিল হর্ষিতের। তিনি একাই তুলে নেন চার চারটি উইকেট। এবার ডে নাইট টেস্টে তাঁর দলে জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement