Advertisement

Hasin Jahan: 'আর রিলস বানাবো না' হঠাৎ ঘোষণা হাসিনের, কেন?

আর রিলস বানাবেন না হাসিন জাহান (Hasin Jahan)। শুক্রবার আপলোড করা রিলসে এমন কথাই জানালেন ভারতের তারকা পেসার মহম্মদ শামির (Mohammad Shami) স্ত্রী হাসিন।

হাসিন জাহান (ছবি-হাসিন জাহানের ইনস্টাগ্রাম পোস্ট)হাসিন জাহান (ছবি-হাসিন জাহানের ইনস্টাগ্রাম পোস্ট)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Sep 2022,
  • अपडेटेड 2:10 PM IST
  • আর রিলস বানাবেন না হাসিন
  • রিলস বানিয়েই জানালেন সেই কথা

আর রিলস বানাবেন না হাসিন জাহান (Hasin Jahan)। শুক্রবার আপলোড করা রিলসে এমন কথাই জানালেন ভারতের তারকা পেসার মহম্মদ শামির (Mohammad Shami) স্ত্রী হাসিন। সোশ্যাল মিডিয়ায় নেশ জনপ্রিয় হাসিন। প্রচুর মানুষ তাঁর রিলস দেখেন। তাঁর ছবিতেও নানা ধরনের কমেন্ট করেন ইন্টারনেট ব্যবহারকারীরা। তবুও হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি?

রিলস করবেন না হাসিন
শুক্রবারের প্রকাশ করা রিলসে হাসিন বলেন, 'আমি আর রিলস করব না, কারণ আমার রিলস দেখে প্রেমে পড়ে যাচ্ছেন সকলে।' এই রিলসে তাঁর মেয়েকেও হাসিনের সঙ্গে দেখা গিয়েছে। প্রচুর মানুষ এই রিলস দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। 

আরও পড়ুন

কিছুদিন আগেই নাম না করে মহম্মদ শামিকে আক্রমণ করেছিলেন হাসিন। ইনস্টাগ্রামে সেই পোস্টে এক বৃদ্ধ সিংহের ছবি দিয়েছিলেন হাসিন। পাশাপাশি সঞ্জয় কুমারের কোট লেখেন, 'শক্তি, ক্ষমতা, যৌবন কিছুই চিরস্থায়ী নয়, সবারই একটা 'এক্সপায়ারি ডেট' আছে..!' এই পোস্টের পরেই ট্রোলড হতে হয় হাসিনকে। শামির বিরুদ্ধে নানা অভিযোগ সামনে এনেছিলেন তাঁর স্ত্রী হাসিন। যার মধ্যে ছিল বহু নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগও। বিবাহ বিচ্ছেদ না হলেও এখন আলাদাই থাকেন হাসিন-শামি।

শামিকে খোঁচা দিয়ে পোস্ট হাসিনের
এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত, পাকিস্তানকে (India vs Pakistan) হারানোর পর হাসিন ইনস্টাগ্রাম পোস্ট করেন হাসিন। সেখানে তিনি লেখেন, 'এটা হওয়ারই ছিল। অভিনন্দন ভারতীয় দলকে। দেশের মর্যাদা, গরিমা বাঁচাতে দেশ ভক্তদেরকেই এগিয়ে আসতে হয়। ধন্যবাদ ভারতীয় দলকে।' পাশাপাশি তিনি এও লিখেছেন, 'অপরাধী, বহুগামীদের দিয়ে ভারতকে জেতানো সম্ভব নয়।' 

২০২১ টি২০ বিশ্বকাপে দুবাইয়ের মাঠেই ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে ভারতের দলে থাকলেও রবিবারের ম্যাচে ভারতীয় দলে (Team India) ছিলেন না টিম ইন্ডিয়ার স্পিডস্টার। ২০২১ সালের সেই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন শামি। বল হাতে একটাও উইকেট তুলতে পারেননি তিনি। আর সেই জন্যই যখন এই প্রতিশোধের পর গোটা দেশ সেই ক্ষতে মলম লাগাচ্ছে তখনই ২০২১ টি২০ বিশ্বকাপের প্রসঙ্গ ফের তুলে ধরেছিলেন হাসিন।

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement