কলকাতার ইডেন গার্ডেনে চলছে টিম ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে জসপ্রিত বুমরাহের রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের কাছে। এমন পরিস্থিতিতে বুমরা অনুপস্থিত। আর দু'টি উইকেট পেলেই তাঁর রেকর্ড ভাঙার সুযোগ থাকছে চাহালের কাছে। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে গিয়েছে ভারতীয় দল। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে তাঁরা। এখন ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা হবে ১৮ ফেব্রুয়ারি।
দুই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে বুমরাহকে পিছনে ফেলে দেবেন
এই ম্যাচে দুই উইকেট নিয়ে যুজবেন্দ্র চাহাল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী ভারতীয় বোলার হয়ে যাবেন। সেক্ষেত্রে ভারতীয় ফাস্ট বোলার জাসপ্রিত বুমরার রেকর্ড ভেঙে দেবেন তিনি। বুমরা এখনও পর্যন্ত ৫৫ ম্যাচে ৬৬ টি উইকেট নিয়েছেন। যদিও চাহাল এখনও পর্যন্ত ৫১ টি-টোয়েন্টিতে ৬৫ টি উইকেট নিয়েছেন। এমন পরিস্থিতিতে পরের ম্যাচে দুই উইকেট নিতে পারলে বুমরাকে পেছনে ফেলে দেবেন চাহাল।
আরও পড়ুন: নিলামের পর দল নিয়ে ক্ষুব্ধ কাটিচ, পদ ছাড়লেন হায়দরাবাদের সহকারী কোচ!
আরও পড়ুন: কেমন হতে পারে দ্বিতীয় টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের একাদশ
বিশ্বের সেরা ১৫ বোলারের মধ্যে কোনো ভারতীয় নেই
চাহালের ঠিক পেছনেই রয়েছেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন এখনও পর্যন্ত ৫১ টি-টোয়েন্টিতে ৬১ টি উইকেট নিয়েছেন। অশ্বিন ও বুমরাহ দুজনেই এই সিরিজে খেলছেন না। অন্যদিকে, বিশ্বের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের সাকিব আল হাসান। তিনি এখন পর্যন্ত ৯৪ টি-টোয়েন্টিতে ১১৭ টি উইকেট নিয়েছেন তিনি। সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে শীর্ষে থাকা বোলারদের তালিকায় কোনও ভারতীয় নেই। ১৭ নম্বরে রয়েছেন জাসপ্রিত বুমরাহ।