ডার্বির (Mohun Bagan VS East Bengal) আগে বিরাট চিন্তায় ইস্টবেঙ্গল (East Bengal)। শুক্রবার অনুশীলনের সময় চোট পেয়ে আইসপ্যাক নিয়ে মাঠ ছাড়তে দেখা গেল ডিফেন্ডার হিজাজি মেহেরকে (Hijazi Maher)। সুপার কাপে শুধু নয়, আইএসএলও (ISL) দারুণ ছন্দে রয়েছেন তিনি। তবে শুক্রবার সন্ধ্যায় তাঁকে দেখা যায় দলের চিকিৎসকের সঙ্গে আইসপ্যাক পায়ে নিয়ে বেরিয়ে যেতে। তিনি কি ডার্বিতে খেলবেন? সেটাই এখন বড় প্রশ্ন।
চোট রয়েছে ক্রেসপোরও
ক্রেসপোর পায়ে হালকা চোট ছিলই। সূত্রের খবর, দু'জনেরই হালকা চোট রয়েছে। তাই বাড়তি ঝুঁকি না নিয়ে দ্রুত হোটেলে পাঠানো হয় তাঁদের। কোচ কুয়াদ্রাত থেকে ক্যাপ্টেন ক্লেটন- দুই বিদেশিকে নিয়ে জল্পনায় জল ঢাললেন সকলেই। অনুশীলন পর্ব শেষে মাঠ ছাড়ার সময় একেবারে ফুরফুরে মেজাজে ইস্টবেঙ্গলের স্বপ্নের সওদাগর। সাংবাদিক সম্মেলনেও স্প্যানিশ কোচ লাল-হলুদ সমর্থকদের প্রত্যাশার চাপ নিয়ে প্রশ্নের উত্ত্রে বলেন, 'গত কয়েকটা বছর আমাদের সমর্থকরা শুধুই হতাশা নিয়ে কাটিয়েছেন। কিন্তু এখন ওঁরা বিপক্ষ দলের (মোহনবাগান) সমর্থকদের চোখে চোখ রেখে বলতে পারেন যে আমরাও চ্যাম্পিয়ন।'
কার্ড সমস্যায় নেই সৌভিক
জাতীয় শিবির থেকে সাত ফুটবলার ফিরে আসায় শক্তি বেড়েছে মোহনবাগানের। অন্য দলে চলে গিয়েছেন ইস্টবেঙ্গলের বোরহা হেরেরা এবং জাভি সিভেরিও। ফলে চার বিদেশি নিয়েই ডার্বিতে নামবে ইস্টবেঙ্গল। কার্ড সমস্যার জেরে নেই সৌভিক চক্রবর্তীও। যদিও সেসবের তোয়াক্কা করছেন না কুয়াদ্রাত। সরাসরিই বলছেন, 'সুপার কাপ জয়ে ওরা বড় ভূমিকা নিয়েছিল। কিন্তু যারা থাকতে চায় না তাদের ধরে রাখা অর্থহীন। হাতে থাকা প্লেয়ারদের নিয়েই কাজটা করতে হবে। ওদের জায়গা নেওয়ার মতো প্লেয়ার আমাদের দলে আছে।'
ম্যাচের আগের দিন ডার্বি নিয়ে হুঙ্কার দিয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস। এখনও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটাও ম্যাচ হারেননি স্প্যানিশ কোচ। তা মনে করিয়ে দিয়ে বলেন, 'আমি কখনও কোনও ম্যাচে হারার কথা ভেবে খেলতে নামি না। মনে রাখবেন, আমি এখনও ইস্টবেঙ্গলের কাছে হারিনি। ট্রফির জন্য লড়াই করতে নামলে সব ম্যাচে জয়ের কথা ভেবেই নামতে হয়।'
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ। অনেকেই হয়ত টিকিট কেটে মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না। তবে তাঁদের চিন্তার কারণ নেই। এবারের ডার্বি কিন্তু দেখা যাবে টিভিতেও। সুপার কাপ টিভিতে দেখা না গেলেও আইএসএল-এ তেমনটা হচ্ছে না। এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে। টিভিতে দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। এছাড়াতেও বাংলায় সম্প্রচার হবে ডিডি বাংলা চ্যানেলে। পুরো ম্য়াচটাই দেখা যাবে বিনামূল্যে।