Advertisement

ICC Champions Trophy Tour: BCCI-র আপত্তি, ICC-র নির্দেশ মানল পাকিস্তান, ভারতে কবে আসছে ট্রফি?

আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। সে কারণে ১৪ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এই টুর্নামেন্টের ট্রফি পাকিস্তানের ইসলামাবাদে নিয়ে গিয়েছে। তবে পাকিস্তান সরকারের ইচ্ছে ছিল, এই ট্রফি পাক অধিকৃত কাশ্মীরে (POK) ঘোরানোর। সে কথা সোশ্যাম লিডিয়ায় পোস্ট করে ঘোষণাও করে দিয়েছিল পাক ক্রিকেট বোর্ড। কিন্তু বিসিসিআই-এর আপত্তির কারণে তা বাতিল করে আইসিসি। এর পাশাপাশি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা, ট্রফি ট্যুরের একটি নতুন সময়সূচী প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, এই ট্রফিটি ১২ দিনের সফরে ভারতে আসবে। পাশাপাশি মোট আট দেশেও যাবে এই ট্রফি।

চ্যাম্পিয়ন্স ট্রফি, বিরাট ও রোহিত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2024,
  • अपडेटेड 7:01 PM IST

আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। সে কারণে ১৪ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এই টুর্নামেন্টের ট্রফি পাকিস্তানের ইসলামাবাদে নিয়ে গিয়েছে। তবে পাকিস্তান সরকারের ইচ্ছে ছিল, এই ট্রফি পাক অধিকৃত কাশ্মীরে (POK) ঘোরানোর। সে কথা সোশ্যাম লিডিয়ায় পোস্ট করে ঘোষণাও করে দিয়েছিল পাক ক্রিকেট বোর্ড। কিন্তু বিসিসিআই-এর আপত্তির কারণে তা বাতিল করে আইসিসি। এর পাশাপাশি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা, ট্রফি ট্যুরের একটি নতুন সময়সূচী প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, এই ট্রফিটি ১২ দিনের সফরে ভারতে আসবে। পাশাপাশি মোট আট দেশেও যাবে এই ট্রফি।

পাকিস্তান সরকার একটি পরিকল্পনা তৈরি করেছিল যে এই ট্রফিটি ১৬ থেকে ২৪ নভেম্বরের মধ্যে পাকিস্তান জুড়ে নেওয়া হবে। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2-তেও নিয়ে যাওয়া হবে। 

এ ছাড়াও, মুজাফফরাবাদ সহ পিওকে-র তিনটি শহরে ট্রফিটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বিসিসিআই-এর আপত্তির পর বিষয়টিতে হস্তক্ষেপ করে আইসিসি। এ ছাড়াও, পাকিস্তানকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ট্রফিটি আর পিওকে-তে যাবে না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সফরের নতুন সময়সূচী প্রকাশ করেছে


ট্রফি সফরের সময়সূচি... 

১৬ নভেম্বর ইসলামাবাদ, পাকিস্তান 
১৭ নভেম্বর তক্ষশীলা এবং খানপুর, পাকিস্তান 
১৮ নভেম্বর অ্যাবোটাবাদ, পাকিস্তান 
১৯ নভেম্বর মুরি, পাকিস্তান 
২০ নভেম্বর নথিয়াগালি, পাকিস্তান 
২২- ২৫ নভেম্বর করাচি, পাকিস্তান 
২৬-২৮ নভেম্বর আফগানিস্তান 
১০-১৩ ডিসেম্বর বাংলাদেশ 
১৫-২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা 
২৫ ডিসেম্বর-৫ জানুয়ারি অস্ট্রেলিয়া 
৬-১১ জানুয়ারি নিউজিল্যান্ড 
১২-১৪ জানুয়ারি ইংল্যান্ড 
১৫-২৬ জানুয়ারি ভারত 
২৭ জানুয়ারি টুর্নামেন্ট শুরু পাকিস্তান

টুরনামেন্ট শুরু হতে খুব বেশিদিন সময় না থাকলেও, সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি। মূলত পাকিস্তানে ভারত খেলতে যাবে কিনা সে বিষয়ে বিতর্কের মাঝেই নতুন করে জুড়েছে ট্রফি ট্যুর বিতর্ক। ফলে সরগরম ক্রিকেট দুনিয়া। ভারত জানিয়ে দিয়েছে, কোনও নিরপেক্ষ জায়গায় ভারতীয় দল খেলতে রাজি। তবে কোনওভাবেই তারা পাকিস্তান যাবে না। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement