Indian Squad for ICC World Cup 2023: আসছে ক্রিকেট বিশ্বকাপ। ভারতেই বসছে এবারের বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ফাইনাল ম্যাচ ১৯ নভম্বর। বিশ্বকাপের দল ঘোষণার জন্য ৫ সেপ্টেম্বর তারিখটি নির্ধারণ করেছে ICC। ওই দিন কোর টিম ঘোষণা করতে পারবে সব দল।
কোর টিম মানে, ওই দলে ICC-র অনুমোদন ছাড়াই বদল ঘটাতে পারবে বিসিসিআই। কিন্তু বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনের স্কোয়্যাড ঘোষণার জন্য ২৮ সেপ্টেম্বর শেষ দিন বলে জানিয়ে দিয়েছে ICC। ওই টিম ঘোষণার পরে ICC-র অনুমোদন ছাড়া টিমে কোনও বদল আনা যাবে না।
৩ সেপ্টেম্বর দল ঘোষণার সম্ভাবনা
বিশ্বকাপে খেলা ১০টি দেশকেই ২৮ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতেই হবে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড স্কোয়াড ঘোষণা করে দিয়েছেয বাকি রয়েছে ভারত। ভারত কোর চিম হিসেবে ১৫ জনের বেশি প্লেয়ার রাখতে পারে স্কোয়াডে।
বিশ্বকাপের জন্য ৩ সেপ্টেম্বর ভারতীয় স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিসিআই। ক্যাপ্টেন হচ্ছেন রোহিত শর্মা। তার ঠিক একদিন আগে অর্থাত্ ২ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে এশিয়া কাপের ম্যাচে।
সূত্রের খবর, ৩ সেপ্টেম্বর বিসিসিআই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে। তারমধ্যে ২ জন প্লেয়ারকে রিজার্ভে রাখা হতে পারে। ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা ও স্পিনার অলরাউন্ডার তিলক ভার্মাকে রিজার্ভে রাখতে পারে বিসিসিআই।
রাহুলের খেলা প্রায় নিশ্চিত
বিশ্বকাপের আগে ভারত এশিয়া কাপ খেলছে। তার জন্য ১৭ সদস্যের স্কোয়াড নির্বাচন করেছে বিসিসিআই। উইকেটকিপার, ব্যাটার সঞ্জু স্যামসনকে রিজার্ভে রাখা হয়েছে। স্যামসনকে রাখা হয়েছে কে এল রাহুলের বিকল্প হিসেবে। রাহুলের সামান্য চোট রয়েছে। তাই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রাহুল নামবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। রাহুল না খেললেও বিশ্বকাপের দলে থাকছেন রাহুল। মাঠেও নামা কার্যত নিশ্চিত।