আজ থেকে শুরু হয়েছে টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। ২৯ জুন পর্যন্ত চলবে এই ইভেন্ট। এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন ম্যাচে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশ-আমেরিকা টি২০ সিরিজের শেষ ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য। স্টেডিয়ামের স্কোরবোর্ড ঝড়ে উড়ে গিয়েছিল। খেলা না হলেও, সিরিজে এগিয়ে থাকার সুবাদে জয় পায় আমেরিকা। টি২০ বিশ্বকাপেও বিভিন্ন ম্যাচে বৃষ্টি সমস্যা তৈরি করতে পারে। যদি বৃষ্টির জেরে কোনও ম্যাচ ভেস্তে যায় তা হলে কী হবে? ম্যাচ কি পরিত্যক্ত হয় তা হলে কী হবে?
আইসিসি-র নিয়ম কি?
এবারের টি-২০ বিশ্বকাপে মোট ২০টি দল অংশগ্রহণ করছে। তাদের চারটে গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট দল ২০০৭ সালের পর থেকে আর কোনও টি-২০ বিশ্বকাপের খেতাব জিততে পারেনি। ICC-র নিয়ম অনুসারে, টি-২০ ক্রিকেটে কোনও ম্যাচ যদি বৃষ্টির কারণে বিঘ্নিত হলে সেই ম্যাচটা কমপক্ষে ৫ ওভার করে খেলানোর চেষ্টা করা হয়। এবারের টি-২০ বিশ্বকাপের লিগ পর্যায় এবং সুপার এইট পর্বে এই নিয়মই লাগু করা হবে। এরপরও যদি বৃষ্টি না থামে তাহলে দুটো দলের মধ্যেই পয়েন্ট সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এবারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে রিজার্ভ ডে'র সুবিধা থাকছে। প্রথম সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে ফলাফল নির্ধারণের জন্য কমপক্ষে দুটো দলকে ১০ ওভার করে খেলতে হবে। যদি বৃষ্টির কারণে ম্যাচ আয়োজন করা সম্ভব না হয়, তাহলে রিজার্ভ ডে'তে সেটা আয়োজন করা হবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অবশ্য কোনও রিজার্ভ ডে থাকবে না। কারণ একদিন পরই ফাইনাল ম্যাচের আয়োজন করা হবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি নির্ধারিত দিনেই যে কোনও মূল্যে শেষ করতে হবে। যদিও এই ম্যাচ শেষ করার জন্য ২৫০ মিনিট সময় দেওয়া হবে। তবে রিজার্ভ ডে যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে সুপার এইট পর্বে গ্রুপ শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে উঠবে। ফাইনাল ম্যাচের জন্যও রিজার্ভ ডে ব্যবস্থা করে রাখা আছে। ফাইনাল ম্যাচের রিজার্ভ ডে'ও যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে দুই ফাইনালিস্টকেই যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
১৭ বছর পর ট্রফি জেতার সুযোগ
২০০৭ সালের পর ভারতীয় দল আর টি২০ বিশ্বকাপ জিততে পারেনি। এবার রোহিত বাহিনীর কাছে বড় সুযোগ মহেন্দ্র সিং ধোনির পর এই রেকর্ড ছোঁয়ার। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপেও ভারতীয় দলে একটাও ম্যাচ না হেরে পৌঁছে গিয়েছিল ফাইনালে। তবে অস্ট্রেলিয়ার কাছে তাদের হারতে হয়। তবে এবার তার পুনরাবৃত্তি হবে না বলেই মত ভারতীয় দলের। শনিবার প্রস্তুতি ম্যাচেও জয় দিয়েই শুরু করেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশকে ৬০ রানে হারিয়েছে তারা। এবার মূল টুর্নামেন্টে তারা কেমন খেলে সেটাই এখন দেখার।