রবিবার টি-২০ বিশ্বকাপে(T20 World Cup 2024) হাইভোল্টেজ ম্যাচ। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। আর এই ম্যাচের আগে সমস্যায় টিম ইন্ডিয়া (Team India)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের পর আবারও চোটের কবলে টিম ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)।
কোথায় চোট লাগল রোহিতের?
পাকিস্তান ম্যাচের আগে নেটে ব্যাটিং অনুশীলনের সময়ে আচমকাই একটা বল এসে লাগে রোহিতের বাঁ হাতের বুড়ো আঙুলে। এর পরই প্রশ্ন জাগে তিনি কি আগামিকালের ম্যাচে খেলতে পারবেন কিনা? যদিও চোট গুরুতর নয় বলেই জানা যাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে।অনুশীলনে চোট লাগার পর যন্ত্রণায় গ্লাভস খুলে ফেলেন ভারত অধিনায়ক। সেই সময় তাঁর চোট খতিয়ে দেখার জন্য মাঠে ঢুকে পড়ে মেডিক্যাল টিম। ভারত অধিনায়কের চোট ভাল করে পরীক্ষা করে দেখেন তাঁরা। কিছুক্ষণ পরেই রোহিত শর্মা ফের ব্যাট করতে নেটে নেমে পড়েন।
আয়ারল্যান্ড ম্যাচেও চোট পেয়েছিলেন রোহিত
বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে কাঁধে বল লেগেছিল ভারত অধিনায়কের। তবে ম্যাচ শেষে জানিয়েছিলেন তাঁর চোট গুরুতর নয়। তবে এরই মধ্যেই ভারত-পাক ম্যাচের আগে অনুশীলনে ফের বুড়ো আঙুলে চোট পেলেন রোহিত।
ভারতীয় দলের কাছে রোহিত শর্মার ফিট থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিনি টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন। পিচের অসমান বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে অন্য ব্যাটারদের সমস্যা হলেও, রোহিত দারুণ মানিয়ে নিয়েছেন। এখন পাকিস্তানের বিরুদ্ধে তিনি কেমন খেলেন সেটাই দেখার।
পাকিস্তান দল আবার আমেরিকার বিরুদ্ধে লিগের লড়াই জমিয়ে দিয়েছে। ফলে বাবর আজমদের লড়াইয়ে ভালভাবে টিকে থাকতে জয় ছাড়া অন্য কোনও গতি নেই। তাই জিততে হবে পাকিস্তানকে। রবিবার রাত আটটায় শুরু ম্যাচ। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে। তাতেও কোনও পয়সা লাগবে না।