চ্যাম্পিয়ন ভারত। ১৩ বছর পর আইসিসি ট্রফি ভারতের ঘরে। ১৭ বছর পর টি২০ বিশ্বকাপ জিতল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে শেষ ওভার বল করতে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। শেষ ওভারে ১৬ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। তবে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্যাপ্টেন ভরসা রাখলেন বর্তমানের উপর। কোচ হিসেবে শেষ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলজয়ের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মিলার। কিলার মিলারকেই ভয় ছিল ভারতীয় দলের সমর্থকদের।
সেই উইকেট শেষ ওভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তুলে নিয়ে কাজটা সেরে ফেললেন হার্দিক। ২০ তম ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন ভারতীয় দলের ভরসাযোগ্য অলরাউন্ডার। আর সেটাই ছিল মিলারের উইকেট। বাউন্ডারিতে দাঁড়িয়ে দারুণ ক্যাচ ধরেন সূর্যকুমার। বাউন্ডারির বাইরে চলে যেতে পারে তা বুঝতে পেরে ক্যাচ ধরে বলটা বাউন্ডারির ভেতরে ছুড়ে দেন সূর্যকুমার। ফের ভেতরে ঢুকে তা ধরে ভারতের জয় নিশ্চিত করে ফেলেন টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটার।
ম্যাচ শেষে দেখা গেল তিন ওভার বল করে ২০ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন হার্দিক। ব্যাট হাতে এদিন অক্ষর প্যাটেল যতটা সফল ততটাই বল হাতে ব্যর্থ। তবে তাঁর অবদান কোনওভাবেই অস্বীকার করা যায় না। ম্যাচ শেষে বিরাট জানিয়ে দেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। পাশাপাশি তিনি এও বলেন, 'এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ টি২০ ম্যাচ।'
বড় লক্ষ্যে নেমে পাওয়ার প্লে- তে হারিয়ে বসে তিন তিনটি মূল্যবান উইকেট। যার ফাল বিস্ফোরক শুরু করেও থমকে যেতে হয় টিম ইন্ডিয়াকে। একে একে রোহিত শর্মা, রিষভ পন্ত এবং সূর্যকুমার যাদব আউট হয়ে যান অল্প রানের মধ্যেই। এর মধ্যে রোহিত ভালো শুরু করেও সুইপ মারতে গিয়ে স্কোয়ার লেগে ধরা পড়েন। অন্যদিকে পন্ত রান না করেই আউট হন। সুইপ মারতে গিয়ে দেরিতে আসা বল ব্যাটের কানা নিয়ে উইকেট কিপারের হাতে পৌঁছে যায়। কিপারে হেনরিক ক্লাসেন কোনও ভুল করেননি। আউট হন সূর্যকুমারও। বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেল। এরপর নড়বড়ে ইনিংসকে ভরসা যোগানোর চেষ্টা করন।