Advertisement

Icc World Cup 2023: এবারের বিশ্বকাপের ৬ অবাক করা ঘটনা, যা অতীতে ঘটেনি

Icc World Cup 2023 Ind Vs Pak:সামনে এসেছে কিছু তথ্য, যা আগে কখনও ঘটেনি, সেরকম কয়েকটি ঘটনা ঘটেছে এই বিশ্বকাপে। এত তথ্যের ভিড়ে আপডেট থাকতে জেনে রাখুন, কাজে দিতে পারে। এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এমনই পাঁচটি দিক থাকছে আপনাদের জন্য।

এবারের বিশ্বকাপের ৬ অবাক করা ঘটনা, যা অতীতে ঘটেনি
সংগ্রাম সিংহরায়
  • আমেদাবাদ,
  • 17 Oct 2023,
  • अपडेटेड 11:25 AM IST
  • প্রতিটি বিশ্বকাপে ভারতের হয়ে
  • প্রথম সেঞ্চুরিয়ান কারা?
  • জানলে অবাক হবেন

Icc World Cup 2023 Ind Vs Pak: বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকটি করে খেলাও হয়ে গিয়েছে। সেখান থেকে কিছু দল ভাল শুরু করেছে। আবার কিছু দল অপ্রত্যাশিত খারাপ ফল করেছে। তার মধ্যে কেউ কেউ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এর মধ্য়ে সামনে এসেছে কিছু তথ্য, যা আগে কখনও ঘটেনি, সেরকম কয়েকটি ঘটনা ঘটেছে এই বিশ্বকাপে। এত তথ্যের ভিড়ে আপডেট থাকতে জেনে রাখুন, কাজে দিতে পারে। এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এমনই পাঁচটি দিক থাকছে আপনাদের জন্য।

১. ভারত প্রথমবার এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে

এই বিশ্বকাপ প্রথমবার সম্পূর্ণভাবে আয়োজিত হচ্ছে ভারতে! হয়তো অবাক হচ্ছেন। কারণ ভারতে তো এর আগেও বিশ্বকাপের আসর বসেছে, আর সেটাও একাধিকবার। কিন্তু তা হল যৌথভাবে। এককভাবে এই প্রথম। ১৯৮৭ সালে প্রথমবার ভারত বিশ্বকাপ আয়োজকের তালিকায় নাম লেখায়, সেবার সঙ্গী ছিল পাকিস্তান। এরপর ১৯৯৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এই উপমহাদেশের তিন দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ২০১১ সালে প্রথমবার আয়োজকের খাতায় নাম লেখায় বাংলাদেশ, সেবারও তিন দেশ-বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা মিলে বিশ্বকাপের ম্যাচগুলো হোস্ট করে। এবারই প্রথম ভারত একক আয়োজক।

২. বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামই এখন বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়াম। দর্শক ধারণ ক্ষমতা ১ লাখ ৩২ হাজার। উদ্বোধন ও ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে। বিশ্বকাপকে টার্গেট করেই এটির সংস্কার করা হয়। নতুন করে ২০২১ সালে উদ্বোধনের পর এর আগের নাম সরদার বল্লভভাই প্যাটেল বদলে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নামানুসারে রাখা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই মাঠ অনেকের কাছে মোতেরা স্টেডিয়াম হিসেবেও পরিচিত।এর চেয়ে বড় স্টেডিয়াম গোটা দুনিয়াতেই আছে আর মাত্র একটা। সেটা উত্তর কোরিয়ার রাংরাডো মে ডে স্টেডিয়াম। সেই মাঠের দর্শক ধারণক্ষমতা দেড়লাখ।

Advertisement

৩. সেমিফাইনাল কোন মাঠে নির্দিষ্ট নয়

এই প্রথমবার বিশ্বকাপে সেমিফাইনালের কোন ভেন্যু নির্দিষ্ট নয়। অর্থাৎ বলা আছে যে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্স এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু কোনটি কোথায় তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে বিশ্বকাপের সেরা চার দল চূড়ান্ত হওয়া পর্যন্ত। আইসিসির সূচি বলছে ১৫ই নভেম্বর প্রথম সেমিফাইনাল হবে মুম্বইতে; যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের মুখোমুখি হবে চতুর্থ দল। আর পরদিন ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতায়, যেখানে প্রতিপক্ষ টেবিলের দুই ও তিন নম্বর দল। কিন্তু ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে প্রতিপক্ষ যেই হোক ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে-তে অনুষ্ঠিত হবে। অন্য দিকে পাকিস্তান যদি সেমিফাইনালে যায় তবে তাদের ম্যাচ হবে কলকাতায়। আবার সেমিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হলেও সে ম্যাচটি হোস্ট করবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম।

৪. এবারে বিশ্বকাপের দশটি দলে দেখা যাবে দশজন নতুন অধিনায়ক

এবারই প্রথম এমন বিশ্বকাপ, যার শুরু হয়েছে নতুন দশজন অধিনায়ক নিয়ে। ইতিহাসে আর কখনেও এমন ঘটনা ঘটেনি। একজনের জন্য এই হিসেব বিগড়ে যেতে পারতে। তিনি হলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি প্রথম দুটি ম্যাচে চোট পেয়ে দলের বাইরে থাকায় টম ল্যাথাম নতুন ক্যাপ্টেন হিসেবে অধিনায়কত্ব করেন। এর আগে  ২০১৯ বিশ্বকাপে যাঁরা দলকে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের কারও সুযোগ হচ্ছে না ২০২৩ বিশ্বকাপে এসে অন্তত প্রথম ম্যাচে দলের অধিনায়কত্ব করবার। গতবারের চ্যাম্পিয়ন ইংরেজদের ক্যাপ্টেন ছিলেন ইয়ন মরগান। তিনি অবসর নেওয়ায়া তার জায়গায় ইংল্যান্ডের নতুন অধিনায়ক এখন জস বাটলার। পাকিস্তানের অধিনায়ক ছিলেন সরফরাজ আহমেদ। এখন সে জায়গায় দায়িত্ব নেন বাবর আজম। অন্যদিকে মাঝে দুবার সুযোগ পায়নি নেদারল্যান্ড। তাদের অধিনায়ক স্কট এডওয়ার্ডসেরও প্রথম বিশ্বকাপ এটি। গতবার বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন মাশরাফি মর্তুজা। এখন ক্য়াপ্টেন সাকিব অল হাসান। আফগানিস্তানের আগেরবার ক্য়াপ্টেন ছিলেন গুলবদিন নইব এবার দলে নেই। এখন হাশমতউল্লাহ শহিদি ক্যাপ্টেন। দক্ষিণ আফ্রিকায় ফাফ ডু প্লেসির জায়গায় এসেছে টেম্বা বাভুমা, আর শ্রীলঙ্কার ২০১৯ সালের অধিনায়ক দিমুথ করুনারত্নে এবার দলে থাকলেও অধিনায়কের জায়গা নিয়েছে দাসুন শানাকা। গতবার ভারতের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। এবার বিরাট দলে থাকলেও ক্যাপ্টেন রোহিত শর্মা। আর অস্ট্রেলিয়ার ২০১৯ বিশ্বকাপের অধিনায়ক অ্যারন ফিঞ্চ অবসর নিয়েছেন। বর্তমানে ক্যাপ্টেন প্যাট কামিন্স।

৫. ক্রিকেটের বেশ কিছু নিয়ম এবার প্রথমবার বিশ্বকাপে ব্যবহার হতে দেখা যাবে

ক. টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও এবার ফিল্ডিং দলকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। সাড়ে তিন ঘন্টার মধ্যেই শেষ করতে হবে ৫০ ওভার বোলিং। অর্থাৎ প্রতি ঘন্টায় ১৪ ওভারের একটু বেশি। সেটাতে ব্যর্থ হলে বোলিংয়ের শেষদিকে অতিরিক্ত সময়ের জন্য মাঠে ফিল্ডার রাখার ক্ষেত্রে জরিমানা দিতে হবে তাদের। অর্থাৎ শেষ ১০ ওভারে ৫ জনের জায়গায় বাউন্ডারিতে ৪ জন ফিল্ডার রাখা যাবে।

খ. এছাড়া সাধারণত ওয়ানডে ম্যাচের জন্য আইসিসি সর্বনিম্ন ৬৫ মিটার বাউন্ডারির নির্দেশনা দিলেও বিশ্বকাপের জন্য তারা বাউন্ডারি সীমানা সর্বনিম্ন ৭০ মিটার করার কথা বলছে বলে টাইমস অফ ইন্ডিয়ার দাবি। মাঠে ব্যাট-বলের ভারসাম্য আনতেই এমন চিন্তা আইসিসির।

৬. নতুন প্রযুক্তি

ক.এবার প্রথমবারের মতো দর্শকদের জন্য ভার্টিকাল বা লম্বালম্বি ভিডিও প্রডাকশন করতে যাচ্ছে আইসিসি। সংস্থাটি বলছে শুধু ক্রিকেট নয় খেলার ইতিহাসেই এটি হবে প্রথম ঘটনা। মূলত যারা মোবাইল ফোনে খেলা দেখবেন তাদের কথা মাথায় রেখেই এ উদ্যোগ নিয়েছে আইসিসি ও সম্প্রচার সহযোগী ডিজনি স্টার। এর জন্য প্রতিটি ভেন্যুতে আলাদা করে ক্যামেরা সেট করা হয়েছে। এছাড়া 'স্প্লিট স্ক্রিন’ বা একই সাথে মাঠের দুটি ঘটনা দেখার সুযোগ থাকছে।

Advertisement

খ.এই প্রথমবারের মতো বিশ্বকাপের আগে দিয়ে একটা ব্লকচেইন পার্টনার ঘোষণা করেছে আইসিসি। সংস্থাটি নিয়ার ফাউন্ডেশনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, যাদের কাজ হবে বিশ্বজুড়ে দর্শকদের আরও কীভাবে খেলা দেখার সাথে যুক্ত করা যায় ও নতুন নতুন অভিজ্ঞতা দেয়া যায় সেটা নিয়ে কাজ করা।

গ.আইসিসি তরুণ প্রযুক্তিবিদদের নিয়ে এক হ্যাকাথন প্রতিযোগিতা শুরু করেছে, যার ফাইনাল হবে নভেম্বরে বিশ্বকাপ চলার সময়ই। এই হ্যাকাথনের বিশেষ দূত হিসেবে আইসিসি নিযুক্ত করেছে সাবেক ক্রিকেটার অনিল কুম্বলেকে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement