Advertisement

ICC World Cup 2023: ইডেনে বিশ্বকাপ ম্যাচের টিকিটের দাম কত? তর্জায় CAB ও BCCI, সামলাচ্ছেন সৌরভ?

তিন মাসের মধ্যেই ভারতে শুরু হতে চলেছে একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023)। টিকিটের দাম ইতিমধ্যেই নির্ধারণ করে ফেলেছে সিএবি (CAB)। তবে ইডেনে (Eden Gardens) বিশ্বকাপের পাঁচ ম্যাচে টিকিটের দাম কী হবে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা বিতর্ক। সূত্রের খবর সেই বিতর্ক সামাল দিতেই আসরে নেমেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যদিও, এ ব্যাপারে মুখ খোলেননি বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। 

ইডেন গার্ডেন্স ও সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2023,
  • अपडेटेड 10:58 AM IST

তিন মাসের মধ্যেই ভারতে শুরু হতে চলেছে একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023)। টিকিটের দাম ইতিমধ্যেই নির্ধারণ করে ফেলেছে সিএবি (CAB)। তবে ইডেনে (Eden Gardens) বিশ্বকাপের পাঁচ ম্যাচে টিকিটের দাম কী হবে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা বিতর্ক। সূত্রের খবর সেই বিতর্ক সামাল দিতেই আসরে নেমেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যদিও, এ ব্যাপারে মুখ খোলেননি বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। 


 টিকিটের দাম নির্ধারণ নিয়ে সিএবি সভাপতি অনেক আগেই জানিয়েছিলেন, সকলের কথা মাথায় রেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, টিকিটের দাম নিয়ে সিএবি-র অন্দরেই মতবিরোধ রয়েছে। শোনা যাচ্ছে, টিকিটের দাম কমানো হতে পারে। তবে এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা। শোনা যাচ্ছে, এই সঙ্কট মেটাতে নাকি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই উদ্যোগ নিয়েছেন। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন বাংলার মহারাজ। টিকিটের দাম নিয়ে চলতে থাকা বিতর্ক নিয়েও কোনও শব্দ ব্যয় করতে রাজি নন। 

ইডেনে বিশ্বকাপের টিকিটের দাম কত?
সোমবার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানালেন এই পাঁচ ম্যাচে টিকিটের দাম। বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ১-এর ম্যাচের টিকিটের দাম ৬৫০ থেকে ১৫০০ টাকার মধ্যে। ৬৫০ টাকায় পাবেন আপার টায়ারের টিকিট। ডি ও এইচ ব্লকের টিকিটের দাম পড়বে ১০০০ টাকা। বি, সি, কে এবং এল  ব্লকের টিকিটের দাম ১৫০০ টাকা। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের দাম ৯০০ টাকা থেকে ৩০০০ টাকা। আপার টায়ারের টিকিটের দাম ৯০০ টাকা। ডি ও এইচ  ব্লকের টিকিটের দাম ১৫০০ টাকা। সি ও কে ব্লকে বসে খেলা দেখতে হলে খরচ হবে ২৫০০ টাকা। বি ও এল ব্লকের টিকিটের দাম ৩০০০ টাকা। 

Advertisement


সৌরভ জানিয়ে দেন, ‘আমি সিএবিতে এখন নেই। যারা আছেন তাঁরা বলতে পারবেন।‘ সোমবার আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে সিএবিতে ছিলেন সৌরভ। বিশ্বকাপের টিকিটের দাম আগেই ঘোষণা করে বোর্ডের রোষের মুখে পড়েতে হয়েছে বাংলা ক্রিকেট সংস্থাকে। শোনা যাচ্ছে, সিএবি সদস্যদের অনেকেও খুশি নন টিকিটের দাম নিয়ে। এক এক ম্যাচে এক একরকম টিকিটের দাম রাখা হয়েছে। এমন সিদ্ধান্ত নজিরবিহীন বলেই দাবি তাঁদের। এক তরফা টিকিটের দাম ঘোষণা করে দেওয়ার বিষয়টা ভালো ভাবে নেয়নি বোর্ডও। সূত্রের খবর, টিকিটের দাম ইস্যুতেই ড্যামেজ কন্ট্রোলে নামলেন মহারাজ। সোমবার সিএবির শীর্ষ কর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন সৌরভ। 


বিশ্বকাপের আয়োজনের জন্য একাধিক কমিটি তৈরি হবে।  কোন কমিটিতে সৌরভকে রাখা হবে তা নিয়ে জল্পনা রয়েছে।  যদিও সৌরভ স্বয়ং বলেছেন সিএবির কর্মকাণ্ডে তাঁর সমর্থন রয়েছে।  তবে সময়াভাবে তিনি কমিটিতে থাকতে চান না।
 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement