Advertisement

ICC World Cup 2023: বিশ্বকাপের পিচ নিয়ে নির্দেশ ICC-র, সমস্যা বাড়বে রোহিতদের?

ভারতে বিশ্বকাপ শুরু হতে বেশিদিন সময় বাকি নেই। এর মধ্যেই উইকেট কেমন হবে তা নিয়ে বিশেষ নির্দেশ দিয়ে দিল আইসিসি। শুধু তাই নয়, মাঠের আয়তন কত হতে হবে সেটা নিয়েও নির্দেশ দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। 

ভারতীয় দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Sep 2023,
  • अपडेटेड 1:19 PM IST

ভারতে বিশ্বকাপ শুরু হতে বেশিদিন সময় বাকি নেই। এর মধ্যেই উইকেট কেমন হবে তা নিয়ে বিশেষ নির্দেশ দিয়ে দিল আইসিসি। শুধু তাই নয়, মাঠের আয়তন কত হতে হবে সেটা নিয়েও নির্দেশ দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। 
 

উইকেট নিয়ে কী নির্দেশ দিল আইসিসি?
অক্টোবর-নভেম্বর মাসে হবে ক্রিকেট বিশ্বকাপ। ভারতে এই সময় প্রায় প্রতিটি মাঠেই শিশিরের প্রভাব দেখা যাবে। পরে ব্যাট করা দল যাতে বাড়তি সুবিধা না পায়, তার জন্যে পিচ নির্মাতাদের বিশেষ নির্দেশ দিচ্ছে আইসিসি। তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে পিচে যতটা সম্ভব ঘাস রাখতে হবে। ভারতের পিচ সাধারণত স্পিন সহায়ক। বোর্ডের এক সূত্র জানাচ্ছে, ‘উত্তর, পশ্চিম এবং পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রচুর শিশির পড়ে। চেন্নাই এবং বেঙ্গালুরুতে বৃষ্টিও হতে পারে। টস যাতে কোনও ভাবেই তা ম্যাচের ভাগ্য নিয়ন্ত্রণ করতে না পারে সেটাই নিশ্চিত করতে চাইছে আইসিসি। স্পিনারদের বল গ্রিপ করতে অসুবিধা হয় শিশির পড়লে। তা ছাড়া বেশি ঘাস থাকলে দলগুলি খুব বেশি স্পিনারদের উপর নির্ভর করবে না। মাঠও অনেক বেশি জীবন্ত হয়ে উঠবে। এক দিনের ক্রিকেটে সবসময় বড় রান উঠলেই যে খেলাটা উত্তেজক হবে, এমনটা কিন্তু নয়।‘


বোর্ডের এক সূত্র বলেছেন, “উত্তর, পশ্চিম এবং পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শিশির পড়বেই। চেন্নাই এবং বেঙ্গালুরুতে বৃষ্টি হতে পারে। টস যাতে কোনও ভাবেই ম্যাচের ভাগ্য গড়ে দিতে না পারে সেটাই নিশ্চিত করতে চাইছে আইসিসি। স্পিনারদের ক্ষমতা কমে যায় শিশির পড়লে। তা ছাড়া বেশি ঘাস থাকলে দলগুলি খুব বেশি স্পিনারদের উপর নির্ভর করবে না। মাঠও অনেক বেশি জীবন্ত হয়ে উঠবে। এক দিনের ক্রিকেটে বিরাট রান উঠলেই যে খেলাটা উত্তেজক হবে, এমনটা কিন্তু নয়।”

Advertisement

বাউন্ডারি নিয়েও নির্দেশ দিয়েছে আইসিসি
আন্তর্জাতিক ম্যাচে ন্যুনতম ৬৫ মিটার এবং সর্বোচ্চ ৮৫ মিটার বাউন্ডারি রাখতে হয়। এবার আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, পিচ থেকে বাউন্ডারির দূরত্ব কমপক্ষে ৭০ মিটার হতেই হবে। 
 

ভারসাম্য বজায় রাখতে চায় আইসিসি
কিছু দল যাতে অতিরিক্ত সুবিধা না পায়, তাই ভারসাম্য রাখার জন্যেও এই নির্দেশ দিয়েছে আইসিসি। এতে প্রথম একাদশে বেশি পেসার রাখার প্রবণতা বাড়বে বলে মনে করছে আইসিসি।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement