শনিবার পাকিস্তানের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে নামছে রোহিত শর্মার ভারতীয় দল। সেই ম্যাচে আহমেদাবাদের আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টিতে কেমন থাকতে পারে আহমেদাবাদের আবহাওয়া?
বৃষ্টি হতে পারে আহমেদাবাদে?
শনিবার আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা অল্প হলেও থাকছে। যদিও তাতে ম্যাচ পন্ড হওয়ার আশঙ্কা প্রায় নেই। শনিবার আহমেদাবাদে বেশ গরম থাকবে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, ৩৫ থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রা থাকবে। তবে দিন রাতের এই ম্যাচে রাতের দিকে আবহাওয়া বেশ মনোরম হয়ে যাবে। ২৬ ডিগ্রি সেন্টিগ্রেট থাকবে এঈ ম্যাচ চলাকালীন। শিশির এই ম্যাচে বড় ভূমিকা পালন করবে কিনা সেটাই এখন দেখার। যে অবস্থা এখন আহমেদাবাদের আবহাওয়ার তাতে ক্রিকেটারদের জন্য বেশ কঠিন হতে পারে প্রথমে ফিল্ডিং করা দলের। গরম বেশি থাকায় ও আর্দ্রতা থাকায় এই ম্যাচ খেলতে গিয়ে পেশিতে টান লাগতে পারে ক্রিকেটারদের। বিশেষ করে সমস্যা হতে পারে ফাস্ট বোলারদের।
টসে জিতে শুরুতে বল করলে শিশিরের সমস্যায় ভুগতে হবে না। আবার অন্যদিকে শুরুতে ফিল্ডিং করতে নামলে বড় টার্গেট তাড়া করার চাপ থাকলে সমস্যায় পড়তে হতে পারে। ফলে উইকেটের চরিত্র ও দলের শক্তিশালী দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে বাবর আজম বা রোহিত শর্মাদের। এই সিদ্ধান্ত নেওয়া বেশ চাপের হতে পারে দুই দলের জন্যই।
স্পট বোলিং অনুশীলন করছেন পাকিস্তান বোলাররা
পাকিস্তানের বোলাররা এবং বিশেষ করে স্পিনাররা স্পট বোলিং অনুশীলন করেন। পাকিস্তানের বাঁহাতি স্পিনার মহম্মদ নওয়াজ, লেগ স্পিনার শাদাব খান এবং অস্থায়ী লেগ স্পিনার ইফতিখার আহমেদ বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বৃহস্পতিবার 'স্পট' বোলিং অনুশীলন করেছেন। এই তিন স্পিনার মূল নেটে ব্যাটসম্যানদের বোলিং করেননি, বরং 'স্পট' বোলিংয়ে মনোনিবেশ করেছিলেন। আগে ক্রিকেটে বোলাররা এভাবে অনুশীলন করতেন, কিন্তু বর্তমানে এ ধরনের অনুশীলন নেই।
ওডিআই বিশ্বকাপে ভারত কখনও পাকিস্তানের কাছে হারেনি। ওডিআই বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ৭ বার মুখোমুখি হয়েছে, কিন্তু ভারত কখনও পাকিস্তানের কাছে হারেনি। এমতাবস্থায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ১ লাখ ৩২ হাজার দর্শকের সামনে ভারতের অবশ্যই জয়ের সুযোগ থাকবে।