পাকিস্তানের নাগরিক ভারতে এসে খেলা দেখতে গিয়ে তাঁর দলের হয়ে সমর্থন করতে পারবেন না? স্টেডিয়ামে বসে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান তুলে ধমক খেতে হল এক পাক সমর্থককে। তাও আবার সেই ধমক দিচ্ছেন পুলিশ। এবারের বিশ্বকাপে এই ভয়ানক দৃশ্য দেখা গেল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। খোদ পুলিশ এসে পাক সমর্থককে ধমক দিলেন। আর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কী ঘটেছিল?
প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাবর আজমের পাকিস্তানের ম্যাচ ছিল। ওই ম্যাচে গ্যালারিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছিলেন এক পাক সমর্থক। তাঁকে হঠাৎ করেই ওই স্লোগান দিতে নিষেধ করেন এক পুলিশ। এরপর ওই পাক সমর্থক তাঁকে স্লোগান দিতে বাধা দেওয়া পুলিশের সঙ্গে বচসায় জড়ান। পাক সমর্থকরা জোরাল দাবি তুলেছে, কেন তাঁদের পাকিস্তান জিন্দাবাদ বলায় বাধা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশকর্মী ঠিক করে দিচ্ছেন গ্যালারি থেকে কী স্লোগান দেওয়া যাবে। ৪৫ সেকেন্ডের এক ভিডিও ঝড় তুলে দিয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানের জার্সি পরা এক দর্শক তাঁর সামনে থাকা এক পুলিশকে বলছেন, ‘আমি পাকিস্তান জিন্দাবাদ কেন বলতে পারি না। ভারত মাতা কি জয় বলা হচ্ছে তো। তা হলে আমি কেন পাকিস্তান জিন্দাবাদ বলতে পারি না?’ সেই সময় ওই পুলিশ পাক সমর্থককে বলেন, ‘ভারত মাতা কি জয় বলো ঠিক আছে। কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলো না।’
পাক সমর্থক ওই পুলিশক জানান, তিনি পাকিস্তান থেকে এসেছেন। অস্ট্রেলিয়া আর পাকিস্তানের ম্যাচ হচ্ছে, তা হলে কেন পাকিস্তান জিন্দাবাদ বলা যাবে না? এরপরই ওই সমর্থক ভিডিও করা শুরু করতেই সেই জায়গা ছেড়ে পালিয়ে যান সেই পুলিশকর্মী।
ভারত পাকিস্তান ম্যাচের দিনও পাকিস্তানের গান না চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, বিশ্বকাপের শুরুতে পাক সমর্থকদের ভিসা না দেওয়ারও। যদিও পাকিস্তানের সেই সমস্ত অভিযোগ ধোপে টেকেনি। তবে এবার ভিডিও প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে পড়তে হয়েছে বিসিসিআই-কে।