Advertisement

ICC World Cup 2023: বিশ্বকাপ জিতলেই চ্যাম্পিয়ন দল পাবে ৩৩ কোটি, বাকিরা কত টাকা?

৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হচ্ছে ভারতে। প্রথমবার এককভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। তার আগে এই বিশ্বকাপে পুরস্কার মূল্য (Prize money) ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি । 

বিশ্বকাপের পুরস্কারমূল্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Sep 2023,
  • अपडेटेड 9:37 PM IST

৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হচ্ছে ভারতে। প্রথমবার এককভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। তার আগে এই বিশ্বকাপে পুরস্কার মূল্য (Prize money) ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি । 

জানা গিয়েছে, এবারের বিশ্বকাপে কেবল মাত্র পুরস্কার মূল্য হিসেবেই আইসিসি খরচ করবে সাকুল্যে ১০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৩ কোটি টাকা। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ কোটি ১৮ লক্ষ টাকা। বিশ্বকাপের রানার্স দলের পকেটে ঢুকবে ২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ কোটি ৬০ লক্ষ টাকা। সেমিফাইনালে যে দুই দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে, সেই দুই দলকে দেওয়া হবে ৮ লক্ষ মার্কিন ডলার করে। ভারতীয় মুদ্রায় তারা পাবে প্রায় ৬ কোটি ৬৪ লক্ষ টাকা করে। অর্থাৎ দুই দলের পিছনে খর হবে প্রায় ১৩ কোটি ২৮ লক্ষ টাকা।

রাউন্ড রবিন লিগ পর্যায়ের শেষে যে ৬টি দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে, তাদের প্রত্যেকে পাবে ১ লক্ষ মার্কিন ডলার করে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৩ লক্ষ টাকা। অর্থাৎ, সেমিফাইনালে উঠতে না পারা ৬টি দলকে সাকুল্যে ৬ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। রাউন্ড রবিন লিগের প্রতিটি ম্যাচ জয়ের জন্য সংশ্লিষ্ট দলকে ৪০ হাজার মার্কিন ডলার করে পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ, লিগ পর্বে এক একটি ম্যাচ জয়ের জন্য প্রতিটি দল পাবে প্রায় ৩৩ লক্ষ টাকা করে।

২০১১ সালের পর ফের ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে একদিনের বিশ্বকাপ। সেবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১৯৮৩ সালের পর ভারত এই ফরম্যাটে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও ভারতের জেতার সুযোগ রয়েছে বলে মনে করছেন অনেকেই।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement