Advertisement

ICC World Cup 2023: পাকিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ মনেই করছেন না সৌরভ, তাহলে কারা কঠিন দল ?

চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023)। ৫ অক্টোবর থেকে শুরু এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। ১৫ অক্টোবর আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (India vs Pakistan)। এই ম্যাrচের উত্তাপে ফুঁটছে ক্রিকেটপ্রেমীরা। গোটা ক্রিকেট দুনিয়ার নজর সেই ম্যাচের দিকে।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2023,
  • अपडेटेड 8:48 AM IST
  • পাকিস্তান নয়, অস্ট্রেলিয়াই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ
  • প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া

চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023)। ৫ অক্টোবর থেকে শুরু এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। ১৫ অক্টোবর আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (India vs Pakistan)। এই ম্যাrচের উত্তাপে ফুঁটছে ক্রিকেটপ্রেমীরা। গোটা ক্রিকেট দুনিয়ার নজর সেই ম্যাচের দিকে।
 
তবে এমনটা মানতে নারাজ ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারত-পাকিস্তান নয়, সৌরভ গঙ্গোপাধ্যায় আবার মুখিয়ে রয়েছেন অন্য ম্যাচকে নিয়ে। প্রাক্তন বিসিসিআই সভাপতি মনে করেন, আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তানের থেকেও গুরুত্বপূর্ণ হল ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ম্যাচ। এ নিয়ে এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,’ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রচুর উত্তেজনা আছে। কিন্তু দীর্ঘদিন ধরে বিশ্বকাপে ভারত এক তরফা ভাবে জিতছে। ২০২১ সালে দুবাইয়ে টি-২০ বিশ্বকাপেই হয়তো প্রথম ভারতকে হারিয়েছিল পাকিস্তান। খেলার মানের বিচারে অন্য একটি ম্যাচ বেশি ভাল। আমার মতে, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ অনেক ভাল হবে। কারণ, দু’দল ধারেভারে একই রকম। তাই ভাল লড়াই হবে।‘ 

কেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের থেকেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ, সে যুক্তিও দিয়েছেন সৌরভ। তাঁর মতে ক্রিকেটীয় কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ গুরুত্বপূর্ণ। বাংলার মহারাজ বলেন, ‘পাকিস্তান দল হিসাবে খারাপ নয়। কিন্তু দেশের মাটিতে ওরা পাটা উইকেটে খেলে। ওদের ব্যাটাররা সেই ধরনের উইকেটে খেলতে অভ্যস্ত। তাই অন্য দেশে খেলতে গিয়ে ওরা সমস্যায় পড়ে।‘ যদিও, ভারতের আর পাকিস্তানের আবহাওয়া মোটামুটি একই। তবে ভারতে বিশ্বকাপে পাটা উইকেট যে হবে না সেটা বোঝাই যাচ্ছে। 

বিশ্বকাপের সূচি

৫ অক্টোবর থেকে শুরু একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে একদিনের বিশ্বকাপের অভিযান শুরু করবে ভারত। একে বিশ্বকাপে রোহিত শর্মাদের প্রথম ম্যাচ তার ওপর আবার সামনে অজিরা। ফলে এই ম্যাচের আলাদা গুরুত্ব রয়েছে বলেই মত সৌরভের। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে।

Advertisement

বিশ্বকাপ চলাকালীন, ১০টি দল ৪৫টি ম্যাচ নিয়ে গঠিত রাউন্ড রবিন লিগে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে। প্রথম সেমিফাইনাল ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং দ্বিতীয় সেমিফাইনাল ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে খেলা হবে। ভারত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলে মুম্বইয়ে তাদের সেমিফাইনাল ম্যাচ খেলবে।
 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement