Advertisement

ICC World Cup 2023: বিশ্বকাপে দ্রুততম ১০০ মার্করামের, সেঞ্চুরি আরও ২ ব্যাটারের; শ্রীলঙ্কাকে ৪২৯ রানের টার্গেট দঃ আফ্রিকার

বিশ্বকাপ অভিযান দারুনভাবে শুরু করল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড গড়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ে ফেলল দক্ষিন আফ্রিকা। ৫০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা।

মার্করাম, ভ্যান ডার ডুসেন ও ডি কক
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Oct 2023,
  • अपडेटेड 12:10 AM IST

বিশ্বকাপ অভিযান দারুনভাবে শুরু করল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড গড়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ে ফেলল দক্ষিন আফ্রিকা। ৫০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা।


একাদিক রেকর্ড গড়ে ফেলল দক্ষিণ আফ্রিকা 
৪৯ বলে সেঞ্চুরি করেন এডেন মার্করাম। বিশ্বকাপে এটাই দ্রুততম সেঞ্চুরি। মার্করাম ভেঙেছেন আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়েনের ১২ বছরের পুরনো রেকর্ড। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন ও'ব্রায়েন। এর আগে, অস্ট্রেলিয়া দল পার্থে ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ছয় উইকেটে ৪১৭ রান করে। সেই রেকর্ডও ভেঙে গেল আজ। দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে ৪০০-র বেশি রান করে ফেলল দক্ষিণ আফ্রিকা। শুধু তাই নয়, বিশ্বকাপে প্রথমবার এক ইনিংসে তিন ব্যাটার সেঞ্চুরি করে ফেললেন। ফলে সব মিলিয়ে বলা যায় দিল্লিতে রেকর্ডের ছড়াছড়ি।   

সেঞ্চুরি তিন ব্যাটারের

দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটার সেঞ্চুরি করেছেন। শুরুতে কুইন্টন ডি কক ৮৪ বলে সেঞ্চুরি করেন। তাঁর ইনিংসে ছিল ১২ টি চার ও তিনটি ছক্কা। যদিও রান পাননি দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাভুমা। তাতেও সমস্যা হয়নি। রসি ভ্যান ডার ডুসেন ১১০ বলে ১০৮ রান করে আউট হন। ১৩টা চার ও ২টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। মার্করাম ৪২ বলে সেঞ্চুরি করলেও ৫৪ বলে ১০৬ রানের ইনিংস খেলে আউট হন। ১৪টা চার ও ৩টে ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। ভাল ব্যাট করেছেন হেনরি ক্লাসেনও। ২০ বলে ৩২ রান করেন তিনি। স্লো ওভার রেটের জন্য সমস্যায় পড়তে হয়েছিল শ্রীলঙ্কাকে। ফলে শেষ ১০ ওভারে ওঠে ১৩৭ রান। আর সেটাই পার্থক্য গড়ে দেয়।  

শ্রীলঙ্কার প্লেয়িং ইলেভেন: কুসল পেরেরা, পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেলালাগে, মাথিশা পাথিরানা, দিলশান মদুশঙ্কা, রাজকুমার।

Advertisement


দক্ষিণ আফ্রিকার প্লেয়িং ইলেভেন: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement