Advertisement

ATK Mohun Bagan: বকেয়া টাকা মেটানো হবে, চিঠি দিয়ে ATK মোহনবাগানকে জানাল IFA

এটিকে মোহনবাগান কলকাতা লিগ খেলার ব্যাপারে দুটো জায়গায় আপত্তির কথা জানিয়েছিল। প্রথমমত, তারা বলেছিল ডুরান্ড কাপের পাশাপাশি এএফসি কাপের ম্যাচও রয়েছে। ফলে এর মাঝে কলকাতা লিগ খেলা কঠিন হবে তাদের পক্ষে। এরপর এটিকে মোহনবাগানের সঙ্গে কথা বলেন আইএফএ সহ সভাপতি স্বরূপ বিশ্বাস। এরপরেও আইএফএ-এর সভায় দেখা যায়নি এটিকে মোহনবাগানের কোনও প্রতিনিধিকে। মনে করা হয়েছিল এবারও হয়ত খেলবে না এটিকে মোহনবাগান। 

মোহনবাগান ক্লাব মোহনবাগান ক্লাব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jul 2022,
  • अपडेटेड 5:59 PM IST
  • বকেয়া টাকা মিটিয়ে দেবে আইএফএ
  • মোহনবাগানকে চিঠি দল তারা

বকেয়া টাকার ব্যাপারে এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) চিঠি দিল আইএফএ (IFA) । কলকাতা লিগে (Kolkata League) খেলার জন্য ফের এটিকে মোহনবাগানের কাছে আবেদন জানানোর পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দেওয়া হবে। তিন-চার কিস্তিতে প্রায় ৩৬ লক্ষ টাকা মেটানো হবে বলে জানান হয়েছে আইএফএ-এর তরফ থেকে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ''আমরা ইতিমধ্যেই এটিকে মোহনবাগানকে চিঠি দিয়েছি বকেয়া টাকার ব্যাপারে। আমরা জানিয়েছি, আইএফএ এখন আর্থিক সমস্যার মধ্যে রয়েছে। আমাদের কোনও স্পন্সর নেই। তাই টাকা এখনই দিতে পারছি না।''

এটিকে মোহনবাগান কলকাতা লিগ খেলার ব্যাপারে দুটো জায়গায় আপত্তির কথা জানিয়েছিল। প্রথমমত, তারা বলেছিল ডুরান্ড কাপের পাশাপাশি এএফসি কাপের ম্যাচও রয়েছে। ফলে এর মাঝে কলকাতা লিগ খেলা কঠিন হবে তাদের পক্ষে। এরপর এটিকে মোহনবাগানের সঙ্গে কথা বলেন আইএফএ সহ সভাপতি স্বরূপ বিশ্বাস। এরপরেও আইএফএ-এর সভায় দেখা যায়নি এটিকে মোহনবাগানের কোনও প্রতিনিধিকে। মনে করা হয়েছিল এবারও হয়ত খেলবে না এটিকে মোহনবাগান। 

আরও পড়ুন

এরপরে সবুজ মেরুন ক্লাবের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। সেখানে বলা হয়, কলকাতা লিগে তিন-চারটি ম্যাচ খেলতে পারবে তারা। সেই মত লিগের ফরম্যাটেও বদল আনা হয়। ঠিক হয়, ডুরান্ডে খেলা তিন প্রধান সরাসরি সুপার সিক্সে খেলবে। আর বাকি দলগুলি রাউন্ড রবিন লিগ খেলবে। সেই লিগ থেকে সেরা তিন দল যোগ দেবে সুপার সিক্সে। এই চয় দল নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। সেখান থেকেই লিগের চ্যাম্পিয়ন ঠিক করা হবে। 

এটিকে মোহনবাগানের দ্বিতীয় দাবি ছিল, তাদের বকেয়া ৩৬ লক্ষ টাকা দ্রুত মিটিয়ে দিতে হবে এটিকে মোহনবাগানকে। সেই সমস্যার সমাধান করতেই ফের চিঠি দিল বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। অনির্বাণ বলেন, ''চিঠিতে আমরা বলেছি দ্রুত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। তিন-চার কিস্তিতে আমরা টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বকেয়া টাকার প্রথম কিস্তি মেটানোর চেষ্টা করব।''

Advertisement

এখনও কলকাতা লিগের জন্য স্পন্সর পায়নি আইএফএ। তবে চেষ্টা চলছে দ্রুত স্পন্সর সমস্যা মিটিয়ে ফেলার।             

Read more!
Advertisement
Advertisement