Advertisement

India vs Bangladesh 1st Test Day 2: দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত, লিড ৩০৮ রানের, ফের ব্যর্থ রোহিত-বিরাট

ভারত ও বাংলাদেশের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে শুরু হয়েছে। ম্যাচের দ্বিতীয় দিনে ভারতীয় দলের স্কোর ৩৭৬ রান।

ভারত বনাম বাংলাদেশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Sep 2024,
  • अपडेटेड 5:09 PM IST

ভারত ও বাংলাদেশের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে শুরু হয়েছে। ম্যাচের দ্বিতীয় দিনে ভারতীয় দলের স্কোর ৩৭৬ রান। তারপর ১৪৯ রানে গুটিয়ে যায় শান্তরা। 

৩০৮ রানের লিড

দ্বিতীয় দিনের শেষে অপরাজিত শুভমন গিল ও ঋষভ পন্থ।  ৩ উইকেট হারাল টিম ইন্ডিয়া। ৩৩ রান গিলের।

আবারও ব্যর্থ কোহলি

বিরাট কোহলি আউট! দ্বিতীয় ইনিংসে কোহলি করলেন মাত্র ১৭ রান।  

আউট জয়সওয়াল

ভারতের দুই ওপেনারই ফিরলেন প্যাভিলিয়নে। প্রথম ইনিংসে অর্ধশতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে ১০ রান করেই নাহিদ রানার শিকার হলেন।

আউট রোহিত

তাসকিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত শর্মা।

ব্যাট করতে নামল টিম ইন্ডিয়া

২০০ বেশি রানের লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাট করতে নামল ভারত। ক্রিজে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল।

অলআউট বাংলাদেশ

১৪৯ রানে অলআউট বাংলাদেশ। জসপ্রীত বুমরা নিয়েছেন ৪ উইকেট। ২ উইকেট করে নিয়েছেন মহম্মদ সিরাজ, আকাশদীপ এবং রবীন্দ্র জাডেজা।

আট উইকেট হারাল বাংলাদেশ

টি ব্রেকের আগে আউট হাসান মাহমুদ। আট উইকেট হারাল তারা। ১১২ রানে আঁট উইকেট হারিয়ে চাপে তারা। এখনও ২৬৪ রানে পিছিয়ে বাংলাদেশ।  

আউট হলেন শাকিব

বাজে আউট হলে শাকিব। বল ব্যাটের ভেতরের দিকে কানায় লেগে শাকিবের জুতোয় লাগে। আর তারপরেই তা উঠে যায়। পন্ত ছুটে এসে ক্যাচ ধীরে নেন। ৯২ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। ফের উইকেট রবীন্দ্র জাদেজার। 

ভেঙে গেল দারুণ পার্টনারশিপ

আউট হলেন লিটন কুমার দাস। ভেঙে গেল শাকিব-লিটন জুটি। ৯১ রানে ৬ উইকেট হারাল বাংলাদেশ। উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। 

Advertisement

পাঁচ উইকেট হারাল বাংলাদেশ

পাঁচ উইকেট হারাল বাংলাদেশ। এবার জসপ্রীত বুমরার বলে মুসফিকুর রহিম আউট হলেন। ৪০ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ। 

হ্যাটট্রিকের সামনে আকশদীপ

দুই বলে দুই উইকেট তুলে নিলেন আকাশদীপ। প্যাডে লেগে বল ঢুকে যায় উইকেটে। এটাই ইনস্যুইং ছিল আকশদ্বীপের বুঝতেই পারেননি মমিনুল হক। 

উইকেট আকাশদীপের

আবার রাউন্ড দ্য উইকেট বল করে সাফল্য পেল ভারত। উইকেট তুলে নিলেন বাংলার আকাশদীপ। জাকির হোসেনকে বোল্ড করলেন আকাশদীপ। ইনস্যুইং বল সোজা গিয়ে লাগে উইকেটে। 

৩ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ

বাংলাদেশ ওপেনারকে বোল্ড করলেন বুমরা। প্রথম ওভারেই সাদমানের উইকেট হারাল তারা। রাউন্ড দ্য উইকেট এসে উইকেট তুললেন বুমরা। 

৩৭৬ রানে শেষ ভারতের ইনিংস

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে, রবীন্দ্র জাদেজা ৮৮ রানে আউট হন। তাসকিন আহমেদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দেন। জাদেজা ও অশ্বিনের মধ্যে ১৯৯ রানের জুটি ছিল। জাদেজার পর আকাশদীপ ব্যাট করতে আসেন, যিনি কিছু মনোমুগ্ধকর শট খেলে ১৭ রান করেন এবং তাসকিন আহমেদের বলে বাংলাদেশি অধিনায়ক শান্তর হাতে ক্যাচ দেন। আকাশদীপ আউট হলে ভারতীয় দলের স্কোর দাঁড়ায় ৩৬৭/৮। 

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement