Advertisement

IND vs PAK T20 World Cup 2024: গ্যালারি নেই, নেই ফ্ল্যাডলাইটও, এবড়ো-খেবড়ো এই মাঠেই কি ভারত-পাক ম্যাচ?

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ জুন নিউইয়র্কে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এ গ্রুপে রয়েছে দুই দল। ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং সহ-আয়োজক আমেরিকা। নিউইয়র্কের আইজেনহাওয়ার পার্কে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে, তবে ভিডিও এবং ছবি প্রকাশিত হয়েছে। তবে, এই স্টেডিয়াম এখনও প্রস্তুত নয়। এতে স্ট্যান্ড বা ফ্লাড লাইট কিছুই দেখা যাচ্ছে না। তবে এ ঘটনার সত্যতা কতটুকু তা স্পষ্ট নয়। কিন্তু অনেকেই এর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

ভারত বনাম পাকিস্তান
Aajtak Bangla
  • দিল্লী ,
  • 06 Jan 2024,
  • अपडेटेड 12:14 PM IST

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ জুন নিউইয়র্কে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এ গ্রুপে রয়েছে দুই দল। ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং সহ-আয়োজক আমেরিকা। নিউইয়র্কের আইজেনহাওয়ার পার্কে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে, তবে ভিডিও এবং ছবি প্রকাশিত হয়েছে। তবে, এই স্টেডিয়াম এখনও প্রস্তুত নয়। এতে স্ট্যান্ড বা ফ্লাড লাইট কিছুই দেখা যাচ্ছে না। তবে এ ঘটনার সত্যতা কতটুকু তা স্পষ্ট নয়। কিন্তু অনেকেই এর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

পিটার ডেলা পেনা নামে একজন ব্যবহারকারী X (আগের টুইটার) এ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন, যাতে স্পষ্টভাবে দেখা যায় যে স্টেডিয়ামটি এখনও আন্তর্জাতিক টুর্নামেন্ট করার জন্য প্রস্তুত নয়। T20 বিশ্বকাপ ২০২৪ এর উদ্বোধনী ম্যাচটি ১ জুন আমেরিকা এবং কানাডার মধ্যে খেলা হবে। সেমিফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ জুন। ২৯ জুন বার্বাডোসে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডেও রাখা হয়েছে।


৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল। তার দ্বিতীয় ম্যাচ ৯ জুন পাকিস্তানের বিপক্ষে। যেখানে ভারতীয় দল তাদের তৃতীয় গ্রুপ ম্যাচ খেলবে আমেরিকার বিরুদ্ধে ১২ জুন। ভারতের শেষ গ্রুপ ম্যাচ ১৫ জুন কানাডার বিরুদ্ধে। আইসিসি টি২০ বিশ্বকাপ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান। ৯ জুন হবে মহারণ। নিউইয়র্কে হবে এই মেগা ম্যাচ। ভারত ও পাকিস্তানের পাশাপাশি গ্রুপ এতে রয়েছে আমেরিকা, কানাডা ও আয়ারল্যান্ড।  ১ জুন থেকে শুরু হবে টি২০ বিশ্বকাপ। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত মোট চারটি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৫ জুন নিউ ইয়র্কে হবে সেই খেলা। তার চার দিন পরে অর্থাৎ, ৯ জুন নিউ ইয়র্কেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে তারা। ভারতের তৃতীয় ম্যাচ আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে। ১২ জুন সেই খেলা। তৃতীয় ম্যাচও নিউ ইয়র্কেই খেলবে ভারত। গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে কানাডা। সেই ম্যাচ খেলতে ফ্লোরিডা যেতে হবে ভারতীয় দলকে।

Advertisement

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর থেকে এই ট্রফি অধরাই থেকে গিয়েছে তাদের। ২০১৬ ও ২০২২ সালে সেমিফাইনাল ও ২০১৪ সালে ফাইনালে গিয়ে হারতে হয়েছে। গত ১০ বছরে আইসিসি ট্রফি অধরা রয়েছে ভারতের। চলতি বছর সেই ট্রফি খরা কাটাতে চাইছে ভারত।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement