Advertisement

Umran Mallik, Team India: 'কঠোর পরিশ্রমের ফল', উমরান জাতীয় দলে সুযোগ পাওয়ায় আবেগপ্রবণ বাবা

উমরান মালিকের বন্ধুরা এবং পরিবারের সদস্যরা মিষ্টি বিতরণ করে এই বিশেষ দিনটি উদযাপন করেছেন। উমরান মালিকের বাবা আব্দুল মালিক ছেলে টিম ইন্ডিয়াতে (Team India) নির্বাচিত হওয়ার পর দারুণ খুশি ছিলেন। আব্দুল মালিক বলেন, 'ওকে এত ভালোবাসা দেওয়ার জন্য  আমি সারা দেশের কাছে কৃতজ্ঞ। উমরানের কঠোর পরিশ্রমের কারণেই এসব হয়েছে। ও দেশকে গর্বিত করবে।''

উমরান মালিক ও তাঁর বাবা, ছবি- এএনআই ও আইপিএল-এর সৌজন্যে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2022,
  • अपडेटेड 11:02 PM IST
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে এসেছেন উমরান
  • আইপিএল-এ নজর কেড়েছেন উমরান

জম্মু ও কাশ্মীরের ফাস্ট বোলার উমরান মালিকের (Umran Malik) কঠোর পরিশ্রম ফল দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে (Team India) নির্বাচিত হয়েছেন উমরান মালিক। ভারতীয় দলে উমরান মালিককে বেছে নেওয়ার পর জম্মুর গুজ্জর নগরে উৎসবের পরিবেশ। গ্রামের সাধারণ মানুষ উমরান মালিক ও তাঁর পরিবারকে অভিনন্দন জানাচ্ছে। 

পরিবারগুলো উল্লাস উদযাপন করেছে

উমরান মালিকের বন্ধুরা এবং পরিবারের সদস্যরা মিষ্টি বিতরণ করে এই বিশেষ দিনটি উদযাপন করেছেন। উমরান মালিকের বাবা আব্দুল মালিক ছেলে টিম ইন্ডিয়াতে (Team India) নির্বাচিত হওয়ার পর দারুণ খুশি ছিলেন। আব্দুল মালিক বলেন, 'ওকে এত ভালোবাসা দেওয়ার জন্য  আমি সারা দেশের কাছে কৃতজ্ঞ। উমরানের কঠোর পরিশ্রমের কারণেই এসব হয়েছে। ও দেশকে গর্বিত করবে।''

টিম ইন্ডিয়াতে ২২ বছর বয়সী উমরানের যাত্রাপথ একেবারেই সহজ ছিল না।  উমরানের বাবা আব্দুল মালিক স্থানীয় ফল ও সবজির দোকান চালান। উমরান তাঁর কেরিয়ার শুরু করেছিলেন চার বছর আগে গুজ্জর নগরের একটি কংক্রিটের পিচে।
 
উমরানের বাবা আব্দুল মালিক এক সাক্ষাৎকারে বলেছিলেন, ''আমরা জানি এই বয়সটা কেমন। অনেক যুবক আছে যারা মাদক সেবন করে জীবন নষ্ট করছে। কিন্তু উমরান আমাদের আশ্বস্ত করেছিল যে ওর মধ্যে শুধুই ক্রিকেটের নেশা রয়েছে। মাঝে মাঝে উঁকি মেরে দেখতাম ও আসলে খেলছে কি না।'' 

আরও পড়ুন: কাউন্টিতে ভাল খেলার পুরস্কার, ইংল্যান্ড সফরে টেস্ট দলে পূজারা

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে উমরান-হার্দিক, বিশ্রামে রোহিত-বিরাটরা

চার কোটি টাকায় ধরে রাখা হয়েছে উমরানকে

গত মরশুমে টি নটরাজনের (T Natrajan) চোটের পর সানরাইজার্স দলে অন্তর্ভুক্ত হন উমরান মালিক। তবে ওই মরশুমে মাত্র তিনটি ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পান। তাঁর প্রতিভা দেখে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল নিলামের আগেই ৪ কোটি টাকায় ধরে রেখেছে। আইপিএল 2022-এ, উমরান মালিক প্রথম ১৩ ম্যাচে ২০ গড়ে ২১টি উইকেট নিয়েছেন। এই মরশুমে তাঁর সেরা পারফরম্যান্স হল ২৫ রানে ৫ উইকেট।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement