Advertisement

ICC Rankings: ICC র‍্যাঙ্কিংয়ে নামল ভারত, শীর্ষে অস্ট্রেলিয়া

আইসিসির প্রকাশ করা নতুন র‍্যাঙ্কিংয়ে ১১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ভারত। অ্যাশেজে ৪-০ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। ভারতের থেকে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৯। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করলেও দ্বিতীয় স্থানে রয়েছে কেন উইলিয়ামসনের (Ken Williamson) নিউজিল্যান্ড। তাঁদের পয়েন্ট ১১৭।

শীর্ষে উঠে এল অস্ট্রেলিয়া
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Jan 2022,
  • अपडेटेड 12:28 PM IST

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ -এ হেরে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং এ শীর্ষস্থান খোয়াল ভারত। দুই ধাপে নেমে ভারতের স্থান এখন তিনে। ভারতের জায়গায় শীর্ষস্থান দখল করেছে দাপটের সঙ্গে অ্যাশেজ সিরিজ জেতা অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ হারের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও হেরে গিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জিততে না পেরে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)।
টেস্টে তিন নম্বরে ভারত
আইসিসির প্রকাশ করা নতুন র‍্যাঙ্কিংয়ে ১১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ভারত। অ্যাশেজে ৪-০ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। ভারতের থেকে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৯। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করলেও দ্বিতীয় স্থানে রয়েছে কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ড। তাঁদের পয়েন্ট ১১৭। 
টেস্টে নয় নম্বরে বাংলাদেশ 
তালিকায় চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাঁদের সংগ্রহে ১০১ পয়েন্ট। দুই পয়েন্ট কম পেয়ে পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে পাকিস্তান। নয় নম্বরে বাংলাদেশ। 

আরও পড়ুন: কেন হারল টিম ইন্ডিয়া? রাহুল বলছেন, 'মিডল অর্ডারে ব্যর্থতা'


 

একদিনের ক্রিকেটে চার নম্বরে ভারত
একদিনের ক্রিকেটে চার নম্বরে রয়েছে ভারত। তবে এক, দুই বা তিন নম্বরে থাকা দলের সঙ্গে খুব বেশী পার্থক্য নেই তাদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিততে পারলে ওয়ান ডে তালিকায় কিছুটা উপরে ওঠার সুযোগ থাকছে ভারতের সামনে। সেক্ষেত্রে বাকি দুটি ম্যাচএ জিততেই হবে তাদের। 
টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বিরাট কোহলি। দুই ধাপ উঠে সাত নম্বরে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। পাঁচ নম্বরে আছেন রোহিত শর্মা (Rohit Sharma)। মার্নাস লাবুশেন রয়েছেন তালিকার শীর্ষে। দেউই নম্বরে জো রুট। বোলারদের মধ্যে দুই নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। দশ নম্বরে আছেন যশপ্রীত বুমরা। শীর্ষে রয়েছেন প্যাট কামিন্স। একদিনের ক্রিকেটে সেরা বোলারদের মধ্যে সাত নম্বরে বুমরা। শীর্ষে ট্রেন্ট বোল্ট। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement